বুধবার (১৬ই আগস্ট) লীগ কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিলো ফেলোডেলফিয়া।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও সব শঙ্কা উড়িয়ে ঠিকই মাঠে নামেন মেসি।এমনকি মায়ামির হয়ে গোলও করেন এ আর্জেন্টাইন তারকা।এ নিয়ে টানা ছয় ম্যাচে মায়ামির জার্সিতে গোলের দেখা পেলেন লিও।
দুই দলের সবশেষ পাঁচ দেখায় দুইবার জিতেছিল ফেলোডেলফিয়া,একবার মায়ামি এবং বাকি দুই ম্যাচ ড্র। আর দুই দলের সবশেষ দেখায় ফেলোডেলফিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিলো মায়ামি।
সেমিফাইনালে ফেলোডেলফিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো লীগ কাপের ফাইনালে উঠলো মায়ামি।
সুবারু পার্ক স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরুতেই গোল করে মায়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ।ম্যাচের ৩য় মিনিটেই গোলের দেখা পান তিনি।মায়ামির হয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি।ম্যাচের ২০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তার দৃষ্টিনন্দন শর্ট জাল খুঁজে নেয়।আর প্রথমার্ধের শেষে যোগ করা সময়ে জর্দি আলবার গোলে ব্যবধান ৩-০ করে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে ফেলোডেলফিয়ার হয়ে প্রথম গোল করেন বেদোয়া।তবে ম্যাচের শেষদিকে ডেভিড রুইজ মায়ামির জয়ের ব্যবধানকে আরো বড় করেন।শেষপর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো লীগ কাপের ফাইনালে উঠলো ইন্টার মায়ামি।
এদিন গোল করে মেজর লীগ সকারে একমাত্র খেলোয়াড় হিসেবে এক ক্লাবের হয়ে টানা ছয় ম্যাচে গোলের দেখা পেলেন মেসি।এ নিয়ে মায়ামির জার্সিতে ৬ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৯ টি।
আগামী ২০ আগস্ট ন্যাশভিলের সঙ্গে লীগ কাপের ফাইনালে মুখোমুখি হবে মেসিরা।