আসন্ন এশিয়া কাপের দল ঘোষনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু মাহমুদউল্লাহ রিয়াদের দলে না থাকা।এশিয়া কাপের দলে রিয়াদের না থাকার পর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানান আলোচনা।প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের ভক্ত-সমর্থকরা বিভিন্ন ভাবে তাদের ক্ষোভ প্রকাশ করেন।এমনকি রিয়াদের জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমের স্ত্রী ও খোদ মাহমুদউল্লাহর স্ত্রী নিজেও এই ব্যাপারে ফেসবুকে স্টাটাস দিয়েছিলেন।
তবে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়,এবার মাহমুদউল্লাহ রিয়াদের ভক্ত-সমর্থকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।
বুধবার বিভিন্ন প্লাকার্ড হাতে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করতে দেখা যায় ‘ মাহমুদউল্লাহ রিয়াদ সমর্থকগোষ্ঠী’র।
তারা মাহমুদউল্লাহকে দলে ফেরাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।এমনকি রিয়াদের পরিবর্তে যাদের দলে নেওয়া হয়েছে তাদের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
রিয়াদ ভক্তরা মনে করেন,জাতীয় দলের হেডকোচ চান্দিকা হাথুরুসিংহের পরামর্শে রিয়াদকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। তাই তাকে ফেরানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী মানুষ। যদি রিয়াদকে শীগ্রই জাতীয় দলে ফেরানো না হয় তাহলে প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন রিয়াদ ভক্ত সমর্থকরা।
এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের নিজ জেলা ময়মনসিংহের সার্কিট হাউস মাঠেও তাকে দলে ফেরানোর জন্য মানববন্ধন করেন তার ভক্তরা।