আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।মূলত এই দলটি ঘোষিত হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য।তবে ইসিবির এক কর্মকর্তা জানান, এই দলটি নিয়েই আসন্ন ভারত বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছা তাদের।
ঘোষিত এই দলে জায়গা হয়নি তরুণ ব্যাটার হ্যারি ব্রুক ও বেইন ডাকেটের।দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে জোফরা আর্চারকেও রাখা হয়নি এই স্কোয়াডে। তবে অবসর ভেঙে ওয়ানডে দলে ফেরা বেন স্টোকস আছেন এই দলে।নতুনদের তালিকায় দলে জায়গা পেয়েছেন গুস আতকিনসন।
বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড :
জস বাটলার (অধিনায়ক),জেসন রয়,বেন স্টোকস,লিয়াম লিভিংস্টোন,মইন আলি,জনি বেয়ারস্টো,গুস আতকিনসন,সাম কারান,ডেভিড মালান,জো রুট,আদিল রশিদ,ক্রিস ওকস,ডেভিড উইলি,মার্ক উড,রিস টপলে।
আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষনার শেষ দিন।