উয়েফা সুপার কাপে টাইব্রেকারে সেভিয়াকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান ফুটবলের ষোলোকলা পূর্ণ করল ম্যানচেস্টার সিটি।গত মৌসুমে ট্রেবল জয়ের পর এবার সুপার কাপেও জিতল সিটিজেনরা।
বুধবার বাংলাদেশ সময় রাত ১ঃ০০ টায় উয়েফা সুপার কাপের ম্যাচে গ্রিসের এথেন্সে মাঠে নামে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটি ও ইউরোপা লিগ জয়ী সেভিয়া।
ইনজুরিতে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া ডি ব্রুইনাকে ছাড়াই এদিন মাঠে নামে সিটি।তবে খেলার প্রথমার্ধে দাপট দেখায় সেভিয়া। একের পর এক আক্রমণে ব্যস্ত রাখেন সিটির ডিফেন্স লাইন। তবে খেলার ২৫ মিনিটে মার্কুস আকুইনার বাড়ানো বলে চমৎকার এক হেড দিয়ে সিটির জালে বল জড়ান সেভিয়ার মরক্কান স্ট্রাইকার এন-নেয়সের।সেভিয়ার দেওয়া ওই এক গোলেই শেষ হয় প্রথমার্ধ।
তবে দ্বিতীয়ার্ধে ভয়ংঙ্কর হয়ে উঠে সিটি।গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে গ্রিলিশ-হালান্ড-ফোডেনরা।ম্যাচের ৬৩তম মিনিটে রদ্রির বাড়ানো বলে তরুণ ইংলিশ ফরওয়ার্ড কোলে পালমারের হেড জালে জড়ালে সমতায় ফেরে ম্যানচেস্টারের দলটি।এরপর বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে পারেনি।৯০ মিনিট শেষে ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে।
সিটি তাদের পাঁচটি শর্ট থেকেই গোল আদায় করে নেয়।সেভিয়া প্রথম চার শর্ট থেকে গোল আদায় করতে পারলেও শেষ শর্ট নিতে আসা নিমান্জা গুডেলজের শর্ট ক্রসবারে লেগে ফিরে আসলে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপ জয়ের আনন্দে ভাসে পেপ গার্দিওলার শিষ্যরা।
এ নিয়ে ৭ বার সুপার কাপে মাঠে নামলেও ২০০৬ এ মাত্র একবারই এই শিরোপা ঘরে তুলতে পেরেছিলো সেভিয়া।