আগামী ৩০শে আগস্ট থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মাটিতে শুরু হবে এবারের এশিয়া কাপের আসর।আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আগেই সব দল ঘোষণা করলেও বাকি ছিলো শুধুমাত্র ভারত।অবশেষে সোমবার(২১শে আগস্ট) এশিয়া কাপ উপলক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা করলো ভারত।
চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন লোকেশ রাহুল ও শ্রেয়স আয়ার।তবে এবারের এশিয়া কাপ দিয়েই মাঠে ফিরবেন তারা।
একইসঙ্গে দীর্ঘদিন পর আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পেসার জাসপ্রীত বুমরাও আছেন ভারতের এশিয়া কাপ দলে।তবে চমক হিসেবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন তিলক বার্মা। সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া এই তরুন এখনো খেলেননি আন্তর্জাতিক ওডিআই।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড :
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিট বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, ইশান কিশান, শার্দুল ঠাকুর, আকসার প্যাটেল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, প্রসিধ কৃষ্ণ।
আগামী ২রা সেপ্টেম্বর পাল্লেকেলেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের এশিয়া কাপ যাত্রা শুরু হবে।