৩১ আগস্ট এশিয়া কাপের মিশন শুরু হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার দুপুর ১টার দেশ ছাড়বে টাইগাররা।
কিন্তু দেশ ছাড়ার আগেই প্রবল দু:সংবাদ উঁকি দিলো টাইগার শিবিরে।শারীরিক অসুস্থতার কারণে দলের সঙ্গে দেশ ছাড়ছেন না তারকা ব্যাটার লিটন কুমার দাস।
দেশ ছাড়ার আগের দিন হুট করেই জ্বরে আক্রান্ত হন লিটন। সে কারণেই দলের সঙ্গে দেশ ছাড়েননি এই উইকেটরক্ষক ব্যাটার
তিনি বলেন, ‘লিটন অসুস্থ, যে কারণে দলের সঙ্গে যেতে পারছে না। হালকা জ্বর আছে ওর। সুস্থ হলেই ও দলের সঙ্গে যোগ দেবে।’