ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৯ তম, যেখানে আফগানিস্তান রয়েছে ১৫৭ তম অবস্থানে। র্যাংকিংয়ে বাংলাদেশের থেকে ঢের এগিয়ে থাকা আফগানিস্তানের সঙ্গে দুইটি প্রীতি ম্যাচেই ড্র করেছে বাংলাদেশ।প্রথম ম্যাচে গোল শূন্য ড্র হওয়ার পর বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচও ১-১ সমতায় শেষ হয়েছে।
বসুন্ধরা কিংস এরেনায় এদিন প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।তবে ম্যাচের ২০তম মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন আফগানিস্তানের কোচ আব্দুল্লাহ আল মুতাইরি ও বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় আফগানিস্তান।ম্যাচের ৫২ তম মিনিটে কর্নার থেকে জাভার সারজা আফগানদের লীড এনে দেন। পিছিয়ে পড়ার দশ মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা ফুটবলার শেখ মোরসালিন আজ অবশ্য ভুল করেননি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে গোলরক্ষকের সঙ্গে হাত মেলানো দূরত্বে প্লেসিংয়ে গোল করেন মোরসালিন।
ম্যাচের শেষ বিশ মিনিট বাংলাদেশ আফগানদের দুর্গে হানা দিয়েছে বারবার। আফগানরা কাউন্টার অ্যাটাকে তেমন ভীতিকর কিছু করতে পারেনি। রেফারি প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও লাল কার্ড বের করেছেন৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে শায়েস্তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।
শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় শেষ হয় ম্যাচ।
সম্প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বসুন্ধরা কিংস এরেনায় দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলে একটিতেও পরাজিত হয়নি বাংলাদেশ।