২০২১ সালেই নির্ধারিত হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০ দলের এই বিশ্বকাপের জন্য বুধবার যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুর মাম ঘোষণা করেছে আইসিসি।
ভেন্যু তিনটি হলো টেক্সাসের গ্রান্ড পাইরে, ফ্লোরিডার বোয়ার্ড কাউন্টি ও নিউইয়র্কের নাসু কাউন্টি স্টেডিয়াম। টেক্সাস ও ফ্লোরিডায় আমেরিকার অধিকাংশ ক্রিকোট ম্যাচগুলো হয়ে থাকে। আর বিশ্বকাপের জন্য নতুন করে ঘোষণা করা হয়েছে নিউইয়র্কের নাম।
কদিন আগেই নর্থ ক্যারলিনের মরিসভিলেতে মেজর লিগ ক্রিকেটের ম্যাচ আয়োজন করা হলেও বিশ্বকাপের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছে এই ভেন্যুটি। এর বিকল্প হিসেবে ম্যানহ্যাটনের ৩০ মাইলের মধ্যে নতুন স্টেডিয়াম এসেনহাওয়ার পার্ক তৈরি করতে যাচ্ছে।
প্রথমবারের মতো বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পেরে দারুণ আনন্দিত নাসু কাউন্টি কতৃপক্ষ। ক্লাবটির ব্যবস্থাপক ব্রুস ব্ল্যাকম্যান জানিয়েছেন, প্রায় এক বিলিয়ন দর্শক রয়েছে ক্রিকেটের। এই টুর্নামেন্ট দিয়ে সবার নজর কাড়তে চান তারা।
এই কর্মকর্তা আরো বলেন, ‘আইসিসির সঙ্গে সম্মিলিত হয়ে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে নাসু কাউন্টি উন্মুখ হয়ে আছে। এটা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি স্পোর্টিং ইভেন্ট। বিশ্ব জুড়ে ১ বিলিয়ন দর্শক হয়েছে। এই টুর্নামেন্টটি বিশ্বের দর্শকদের আকর্ষণ করবে এসেনশাওয়ার পার্কে।’
মূল ম্যাচের ভেন্যু ছাড়াও অনুশীলন ম্যাচ ও অনুশীলনের জন্য ভিন্ন ভিন্ন ভেন্যু প্রস্তুত করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনের জর্জ ম্যাসন ইউনিভার্সিটিও। এই মাঠটি যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ওয়াশিংটন ফ্রিডমের ঘরের মাঠ হিসেবেও ব্যবহৃত হয়।