এএফিস কাপের গ্রুপ পর্বের ম্যাচে বসুন্ধরা কিংসের পরবর্তী প্রতিপক্ষ ভারতের ক্লাব মোহনবাগান। ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ছিল কলকাতায়।
তবে পূজার কারণে ভেন্যু পরির্তন করে তারা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভূবনেশ্বরে আয়োজিত হবে ম্যাচটি।
এই ম্যাচ নিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে কিংসকে। প্রথম ভিসা জটিলতা এবং পরে টিকিট সংকট।
তবে সব সংকট কাটিয়ে অবশেষে সোমবার সকালে ভূবনেশ্বরের পথে উড়াল দিয়েছে কিংসের খেলোয়াড়রা। আগামীকাল ২৪ অক্টোবর মুখোমুখি হওয়ার কথা দুই ক্লাবের।
টিকিট সংকটের আশঙ্কাটা গতকালই করা হয়েছিল যে, শেষ মুহূর্তে ভিসা মিললেও হয়তো পুরো দলের জন্য বিমান টিকিটের ব্যবস্থা করতে পারবে না বসুন্ধরা কিংস। গতকাল সেই পরিস্থিতিই তৈরি হয়েছিল। তবে ভারতীয় হাই কমিশন গতকাল রাত আটটার দিকে ভিসা দিয়েছে কিংসকে। তবে সন্ধ্যা ৭:১৫ মিনিটে ঢাকা-কলকাতা রুটের শেষ ফ্লাইট থাকায় এদিন আর ভারত যাওয়া হয়নি বসুন্ধরা কিংসের। ফলে মোহনবাগানের বিপক্ষে কিংসের খেলা অনিশ্চয়তায় পড়ে যায়।
বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত এই পরিস্থিতি জানিয়েই চিঠি দিয়েছিল এএফসি বরাবর। সেখানে তারা জানিয়েছিল, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি টিকিটের ব্যবস্থা করে কিংসের খেলোয়াড়দের ভূবনেশ্বরে নিতে পারে তবেই তারা আগামীকাল মোহনবাগানের বিপক্ষে ম্যাচটিতে অংশ নিতে পারবে। আর সেটি যে তাদেরও দায় নয়, সেটিও চিঠিতে উল্লেখ করেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
অবশেষে প্রায় মাঝ রাতে বিমানের টিকিট ব্যবস্থা করতে সক্ষম হয় বসুন্ধরা কিংস। এবং আজ সকালে তারা ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে।
এএফসির নিয়ম অনুযায়ী ম্যাচের দুই দিন আগে সফরকারী দলের ভেন্যুতে পৌঁছানোর কথা। তবে এসব জটিলতার কারণে তা হয়ে ওঠেনি।
এএফসি কাপে এর আগে দুই ম্যাচ খেলে এক হার ও এক জয়ে তিন পয়েন্ট আছে কিংসের ঝুলিতে।