মেসি একটা নিজস্বতা খোরস্রোতায় তার দারুণ গতি।
মেসি মানে উলাট পুরাণ ফুটবল রেকর্ডের বরপুত্র তার আরেক নাম।
একটা মানুষ কে নিয়ে আর কতোবার ছন্দ সাজানো যায়, একটা মানুষ কে আর ফুটবল শ্রেষ্ঠত্বের সিংহাসন কতবার বসানো যায়।
পুরো ফুটবল দুনিয়া যে এসে ঠেকে যায় ওর পায়ের তলায়।।
বর্তমান থেকে সাবেক ফুটবলার অথবা ফুটবল বোদ্ধা কারো মেসির শ্রেষ্ঠত্ব কে অস্বীকার করার কোন সুযোগ নেই।
ক্যাম্প-নূ থেকে ব্যার্নাবুউ পেরিয়ে ওল্ড ট্রাফোর্ড কিংবা এনফিল্ড।
চিরপ্রতদ্নী থেকে নিজ সতীর্থ, সবাই একবাক্যে স্বিকার করে নিতে বাধ্য হোন ফুটবল পিচে লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব।
এইবার সে পালে হানা দিলেন লিভারপুল ডিভেন্সের অতন্দ্র প্রহরী, আলেকজান্ডার আরনল্ড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই ইংলিশ ডিভেন্ডার লিওনেল মেসির সঙ্গে খেলার জন্য নিজের অনূভুতির কথা জানাতে গিয়ে উচ্ছাসিত হয়ে পড়েছেন।
এবং লিওনেল মেসি কে তিনি ফুটবল পিচে সবার সেরা মনে করেন।
লিভারপুলের সেন্টার ব্যাক সেই সাক্ষাৎকারে বলেছেন;
তার বিপক্ষে খেলার জন্য অন্যরকম অনুভূতি আছে যা আমি অন্য কারো সাথে অনুভব করেছি। আপনি সবসময় রেড অ্যালার্টে থাকেন যখন বল তার কাছে থাকে, আমি মনে করি একজন খেলোয়াড়ের পক্ষে তাকে রাখা খুবই বিরল। আমার জন্য, আমি গেমের অনেক, অনেক দিক চিন্তা করি। যে কোনো মুহূর্তে সে সম্ভবত সেরা, ফুটবল পিটসিতে সে যা চায় তাই করতে পারে তাই সে সেরা।
এমন কি প্রতিটি তরুণ ফুটবলার কে লিওনেল মেসি আইকন মানা উচিত বলে মনে করেন এই তরুণ।
অথচ লিভারপুলের সঙ্গে লিওনেল মেসির সর্ম্পক ক্যারিয়ার জুড়ে ছিলো অহিনকুল পর্যায়ে।
কিন্তুু সেই লিভারপুলের ফুটবলারই একবাক্যে স্বিকার করে নিচ্ছেন লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব।
আসলেই কি এটাই লিওনেল মেসি ম্যাজিক?
লিভারপুলের ডিভেন্ডারের আগেও কত ইংলিশ ফুটবলার লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব কে স্বিকার করেছেন।
সেই তালিকায় আছেন ম্যানচেষ্টার সিটির আট্যাকিং মিড-ফিল্ডার, ফিল ফোডেন থেকে শুরু করে আরো অনেকেই।
এমনকি পূর্তগীজ ইয়াং ষ্টার জোয়াও ফেলিক্সির আইকন মানেন লিওনেল মেসি কে।
কিন্তুু যারা গার্নাচো রোনালদো কে আইডিল মেসি কে নিয়ে, খোঁচা খুচি করেন তারা এখন এই বলবেন?