সৌদি প্রো-লীগ যেনো এখন তারকার হাট। টাকার বস্তা নিয়ে বসে পড়েছে সৌদি ক্লাব গুলো। মোটা আঙ্কের বেতনে সৌদি লীগে এসেছেন নেইমার রোনালদো থেকে শুরু করে করিম বেনজমা, এন্তোগোল কন্তের মতন তারকারা।
আর এসব তারকাদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার দের নিয়ে তৈরি করা হয়েছে একাদশ।
যে একাদশে যায়গা পেয়েছেন ক্রিষ্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র।
সর্বোচ্চ সাপ্তাহিক বেতন পাওয়া ফুটবলার দের মধ্যে কারা যায়গা পেয়েছেন এবং প্রতি সপ্তাহে কে কেমন পারিশ্রমিক পান সবটাই থাকছে প্রতিবেদনের বাকি আংশে,,
ফুটবল দুনিয়ার নতুন তারকার মেলা সৌদি আরব।
কাতার বিশ্বকাপের পর, রোনালদো সৌদি আরবে পারি জামানোর পর থেকে, অনেক তরুণ ফুটবলার থেকে সুপার ষ্টাররাও রোনালদো পদাঙ্ক অনুসরণ করে জমিয়েছেন আরব সাগর তীরে।
সাম্বা সুপার ষ্টার নেইমার থেকে শুরু করে, টাকার ঝনঝনানি নিয়ে বসা সৌদি প্রো লীগে পারি জমিয়েছেন এন্তোগোল কন্তের মতন তারকারাও।
মূলত সৌদির ক্লাব গুলোর মোটা আঙ্কের অফার, ফুটবলার কোনভাবেই প্রত্যাখান করতে পারে না।
আর এবার সৌদি প্রো-লীগে পাড়ি জমানো ফুটবলার দের মধ্যে থেকে প্রতি সপ্তাহে সবচেয়ে বেশি বেতন পাই এমন ফুটবলার দের নিয়ে একাদশন গঠন করা হয়ছে ।
যে একাদশে সবচেয়ে বেশি বেতন গোল-কিপার হিসেবে রাখা হয়েছে, এডুয়ার্ড মেন্ডি কে।
প্রতি সপ্তাহে আল-আহলি গোল-কিপার বেতন পান,
এক কোটি ৭ লাখ আশি হাজার টাকা।।
চেলসি তে থাকাকালীন তিনি যে বেতন পেতেন তার দ্বিগুণ বেতন পান আল-আহলি থেকে।
এই একাদশে দুই সেন্টার ব্যাক হিসেবে যায়গা পেয়েছেন, সাবেক চেলসি ও বর্তমান আল-হিলাল তারকা ফুটবলার কালিদু কৌলিবালি, এবং সাবেক ম্যানসিটি ও বর্তমান আল-নাসর ডিভেন্ডার আইমেরিক ল্যাপোর্টে।।
দুইজনের মধ্য কালুদি সাপ্তাহিক বেতন পান, অর্ধ লক্ষ্য টাকা এবং লার্পোতো প্রতি সপ্তাহে বেতন পান
৩৯ লাখ ৫০ হাজার টাকা।
এই একাদশে রাইট ব্যাক হিসেবে যায়গা পেয়েছেন, ম্যানচেষ্টার ইউনাইটেডর সাবেক তারকা আলেক্স টেল
তার সাপ্তাহিক বেতন, এক কোটি তেক্রিশ লাখ টাকা।
লেফট ব্যাক হিসেবে যায়গা পেয়েছেন, সাবেক আথ্যালেটিলো মাদ্রিদ ও বর্তমান আল-হিলাল ফুল ব্যাক রেনান লোদি।
সাপ্তাহিক বেতন পান, ১ কোটি ৭৫ লাখ টাকা।
একাদশে ৪ জন মিড-ফিল্ডার হিসেবে, যায়গা পেয়েছেন
,সার্জেজ মিলিঙ্কোভিকএন্তোগোল কন্তে রিয়াদ মহারেজ এবং নেইমার জুনিয়র।
দুই সেন্টার মিড-ফিল্ডার আল-হিলাল মধ্যে মাঠের শিরোমণি সার্জেজ মিলিঙ্কোভিক এর সপ্তাহিক বেতন,
চার কোটি চল্লিশ লাখ টাকা এবং আল-নাসর ফরাসি তারকার সাপ্তাহিক বেতনও পান চার কোটি চল্লিশ লাখ টাকা।।
সাবেক ম্যানসিটি তারকা, রিয়াদ মহারেজ, সাপ্তাহিক বেতন পান ৮ কোটি চুয়াল্লিশ লাখ টাকা।
আর সাম্বা তারকা নেইমার জুনিয়র সাপ্তাহিক বেতন পান, ১৬ কোটি টাকা।
এই একাদশের দুই জনের ফরওয়ার্ড লাইন-আপে আছে করিম বেনজামা ও ক্রিস্তিয়ানো রোনালদো।
ফরাসি তারকা করিম বেনজামর বেতন, সপ্তাহে ১৬ কোটি টাকা।
আর মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর বেতন শুনলে হয় যায় চক্ষু চরক গাছ।
কেননা বাংলা টাকায় তিনি, বেতন পান ৩২ কোটি টাকা।