২০১০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও নেদারল্যান্ডস। সেবার আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোলে শিরোপা জয় করে স্পেন। আর ফাইনালের মঞ্চে হেরে বিদায় নেয় রোবেন, স্নাইডারদের নেদারল্যান্ডস। এবার আবারো আরো এক টুর্নামেন্টের নকআউটে মুখোমুখি দুই দল।
তবে স্পেন ও নেদারল্যান্ডস এবার মুখোমুখি ফাইনালে নয়, বরং কোয়ার্টার ফাইনালের মঞ্চে। উয়েফা ন্যাশনস লীগের কোয়ার্টারে নামবে দুই দল। এ ম্যাচেও অবশ্য ফেভারিট হিসেবে নামবে স্পেন, গ্রুপপর্বের ৬ ম্যাচে ৫ জয় ও ১ ড্র তাদের। আর গ্রুপ ৩ এ ২ জয় ও ৩ ড্র নিয়ে গ্রুপ রানারআপ হয়ে নকআউটে ডাচরা। আর সেখানেই দর্শকদের আগ্রহে ইয়ামাল-ভ্যান ডাইকদের মুখোমুখি লড়াইয়ে।
অপরদিকে ২০১০ এর মত ২০১৮ এর ফাইনালিস্ট দুই দলকেও একই ম্যাচে দেখা যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ বি থেকে সবার সেরা হয় ফ্রাঞ্চ। এমবাপ্পে, ডেম্বেলেদের দল ৬ ম্যাচে ৪ টা পায় জয়, ১ ম্যাচে করে ড্র। বিপরীতে লিভাকোভিচ, কোভাচিচদের ক্রোয়েশিয়া ৮ পয়েন্ট নিয়ে আসে পরের রাউন্ডে। তবে আসরের রানারআপ দল তারা।
অপরদিকে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে জার্মানি ও ইতালি। নিজেদের গ্রুপে রানারআপ হলেও গ্রুপপর্বে ১৩ পয়েন্ট পায় ইতালি, ভাগ্যের জেড়ে হতে হয় রানারআপ। ক্যালিফিরি, টোনালি, বারেল্লাদের হাত ধরে আবারো ফুটবলে ঘুরে দাড়িয়েছে ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর তাদের সামনে আরেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপপর্বে নিজেদের গ্রুপে সেরা হয়ে আসে তারা। যে কারণে দুই চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে নকআউটের লড়াইয়ে।
অপরদিকে এদের ভীরে কিছুটা নির্ভার পর্তুগাল। গ্রুপপর্বে কোন ম্যাচ হারেনি তারে, আছে ৪ জয় ও ২ ড্র। সেখানে অন্যদের তুলনায় দুর্বল প্রতিপক্ষ তাদের। গ্রুপ ডি রানারআপ ডেনমার্ক খেলবে পর্তুগালের বিপক্ষে। রোনালদো, ব্রুনোরা তাই ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে। শেষ ১০ ম্যাচে ২ জয় পাওয়া ডেনিশরা কিভাবে পর্তুগালকে টক্কর দেয়, সেটাই এখন দেখার বিষয়।
নকআউটে একই দিনে মাঠে নামবে আট দল। এমনকি মুখোমুখি হবে একই সময়ে। সেখানে প্রথম লেগ অনুষ্ঠিত হবে যথাক্রমে ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার মাঠে। এবার দেখা যাক, ৮ দল থেকে কোন ৪ দল পায় সেমির টিকিট।