বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি হেড কোচ এখন ফিল সিমন্স!
চড়া বেতনের পাশাপাশি সুযোগ সুবিধারও কমতি নেই বিসিবির সাথে তার করা নতুন চুক্তিতে।
প্রথম মেয়াদে ফিল সিমন্সের সঙ্গে ৫ মাসের জন্য ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারের চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড , যা টাকায় দাঁড়ায় প্রায় ১ কোটি ৩৪ লাখ ২০ হাজার টাকা।
সে হিসেবে তিনি প্রতি মাসে পেয়েছেন ২২ হাজার ডলার বা প্রায় ২৬ লাখ ৮৪ হাজার টাকা।
এরপর ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সিমন্সকে ২ বছর ৮ মাসের জন্য নতুনভাবে নিয়োগ দেয় বিসিবি।
নতুন চুক্তি অনুযায়ী, তার মাসিক বেতন নির্ধারিত হয়েছে ২৬ হাজার মার্কিন ডলার, যা টাকায় প্রায় ৩১ লাখ ৭২ হাজারের বেশি।
বার্ষিক হিসাবে তার বেতনের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১২ হাজার ডলার বা ৩ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা।
চুক্তির কাঠামোও বেশ ব্যতিক্রম। প্রথম বছরে তার মাসিক বেতন থাকবে ৩১ লাখ ৭২ হাজার টাকা।
দ্বিতীয় বছরে তা বাড়বে ২৭ হাজার ডলারে, যা প্রায় ৩২ লাখ ৯৪ হাজার টাকা। তৃতীয় বছরে তার বেতন হবে ৩৪ লাখ ১৬ হাজার টাকা।
এই বেতনের বিপরীতে তাকে এক কানাকাড়িও কর দিতে হবে না, কারণ তার ট্যাক্স বহন করবে বিসিবি।
চুক্তিতে উল্লেখযোগ্য একটি অংশ হলো পারফরম্যান্স বোনাস।
আইসিসির যেকোনো ফরম্যাটের টুর্নামেন্টে যদি বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে, তবে ফিল সিমন্স পাবেন প্রায় ৩০ লাখ ৫০ হাজার টাকা।
ফাইনালে উঠলে বোনাস হবে ৫০ হাজার ডলার, যা ৬১ লাখ টাকা।
আর যদি বাংলাদেশ শিরোপা জেতে, তবে তিনি পাবেন ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ২২ লাখ টাকা।
এশিয়া কাপ জিতলেও তিনি পাবেন ২৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ৩০ লাখ ৫০ হাজার টাকার বোনাস।
এছাড়া টার্মিনেশন বা চুক্তি বাতিলের ক্ষেত্রেও সিমন্সকে দেওয়া হয়েছে বিশেষ সুবিধা।
চুক্তির প্রথম বছরে তাকে বরখাস্ত করতে চাইলে কমপক্ষে ছয় মাস আগে নোটিশ দিতে হবে।
আর দ্বিতীয় ও তৃতীয় বছরে নোটিশ পিরিয়ড হবে তিন মাস।




