মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল।
অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো এখানেই শেষ তার ক্রিকেট অধ্যায়। কিন্তু না,ব্যাট হাতে আবারও মাঠে ফিরছেন দেশের সাবেক অধিনায়ক।
জাতীয় ক্রিকেট লিগ এনসিএল, দিয়েই ফিরছেন এই বাঁহাতি ওপেনার।
নিজের বিভাগের দল চট্টগ্রামের হয়েই খেলবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও তামিমের চাচা আকরাম খান।
শুধু তামিম নন, এনসিএলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছেন আরও দুই অভিজ্ঞ তারকা,মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
রাজশাহীর খেলোয়াড় মুশফিক খেলতে চান সিলেটের হয়ে। ইতোমধ্যে দলটির সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।
রিয়াদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু না জানালেও আশাবাদী আকরাম খান। তার ভাষায়, “আশা করছি তিনজনই খেলবে,তামিম, মুশফিক ও রিয়াদ।
তামিম চট্টগ্রামের সঙ্গে কথা বলেছে, সে খেলবে।
মুশফিক সিলেটকে অনুরোধ করেছে, সে সম্ভবত সিলেটের হয়েই খেলবে। রিয়াদ… ওর ব্যাপারে এখনো কেউ কিছু বলেনি। তবে আমরা আশা করছি, সেও খেলবে।”
অন্যদিকে এবারের এনসিএল হচ্ছেনা ঢাকা বা চিটাগংয়ের কোনো মাঠে,এনসিএলের এই আসর হবে,সিলেট,বগুরা ও রাজশাহীতে।




