লিওনেল মেসি ক্লাব ছেড়েছেন ২০২১ সালে। সে বছর এই ক্লাবে যোগ দিয়েছিলেন আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।
তবে হার্টের সমস্যার জন্য বেশিদিন মাঠের ফুটবলে স্থায়ী হয়নি আগুয়েরোর ক্যারিয়ার। সেই মৌসুমের মাঝপথেই ফুটবলকে বিদায় জানান এই স্ট্রাইকার।
এরপর ৪ বছরে আর্জেন্টিনার কোন খেলোয়াড় খেলেনি বার্সেলোনার হয়ে।
যদিও বার্সেলোনা করে থাকেন অনেক আর্জেন্টাইন ভক্ত, তাদের জন্য বিষয়টা কিছুটা আক্ষেপেরও বটে।
সেই আক্ষেপ যেন ঘোচাতে আসছেন ২০ বছরের এক আর্জেন্টাইন। নাম তার জিনিরোমা স্পিনা।
২০ বছরের এই আর্জেন্টাইন আছেন স্পেনের আরেক জায়ান্ট ক্লাব এথলেটিকো মাদ্রিদে।
আর সেখান থেকেই তাকে দলে চায় বার্সেলোনা
ডিফেন্সে বার্সার সমস্যা নতুন নয়। তবে সেই সমস্যা গতবার পুরণ করে মার্টিনেজ কুবার্সি জুটি।
এই মৌসুমে পুরোনো ক্লাব বার্সেলোনা ছেড়ে আল নাসেরে যোগ দেন মার্টিনেজ।
অপরদিকে বেশ ইঞ্জুরি প্রবণ আরেক ডিফেন্ডার ক্রিস্টায়েনসেন। একটা সময় দাপট দেখালেও ফর্মহীনতায় ভুগছেন রোনাল্ড আরাউহো।
সব মিলিয়ে তাই সেন্টার ব্যাক নিয়ে নতুন মৌসুমের আগে বিপাকে বার্সেলোনা। সেখান থেকেই যেন খোজ স্পিনার।
এর মাঝে বড় বড় চ্যানেলের সংবাদ হয়েছ এমন ট্রান্সফার রিউমার।
বার্সা কোচ হ্যান্সি ফ্লিকেরও পছন্দ এই আর্জেন্টাইন ২০ বছর বয়সী সেন্টার ব্যাক।
এথলেটিকো মাদ্রিদ থেকে তাকে দলে চান এই জার্মান কোচ। কিন্ত কত টাকায় কেনা যাবে এই আর্জেন্টাইনকে?
স্পিনার দাম নিয়ে এখনও জানা যায়নি চুড়ান্ত কিছু। তবে ধারণা করা গেছে অনেক কিছুই।
এখনও মুল দলে না খেললেও মুল দলে ডাক পেয়েছিলেন এই সেন্টার ব্যাক।
অপরদিকে গত মৌসুমে এথলেটিকো মাদ্রিদের যুব দলে নিয়মিত খেলেছেন।
ধারণা করা হচ্ছে ২ মিলিয়ন ইউরোর আশেপাশে হতে পারে এই খেলোয়াড়ের দাম। সেটা পরিস্থিতি অনুযায়ী বাড়তেও পারে।
তবে ২ মিলিয়ন এর আশেপাশে হলেও ৩০ কোটি টাকা গুণতে হতে পারে বার্সেলোনাকে।
তবে টাকার অঙ্কটা যেমনই হোক, স্পিনার বার্সার যোগদান দিতে পারে অনেক প্রশ্নের উত্তর।
ডিফেন্স নিয়ে কিছুটা হলেও নির্ভার থাকতে পারবেন বার্সা ভক্তরা।
অপরদিকে মেসির পর আরো একজন আর্জেন্টাইন খেলোয়াড়কে বার্সা জার্সিতে নিয়মিত দেখতে পারবেন দুই দলের ভক্তরা।
যে কারণে ট্রান্সফারমার্কেটে এর মাঝে বেশ ভালোই নজর কেড়েছে এই দলবদলের সংবাদটি।




