৩ বারের বিশ্বচ্যাম্পিয়ন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল। যে দলে খেলেছেন লিওনেল মেসির মত ফুটবলার, যিনি খ্যাত সর্বকালের সেরা খ্যাত।
এছাড়া ডিয়োগা ম্যারাডোনা বা ডি মারিয়ার মত খেলোয়াড়দের নিয়েও আছে উন্মাদনা।
সেখানে কেমন হবে এই দলের সেরা একাদশে? কোন কোন তারকারা থাকবেন এই দলে?
এইসব প্রশ্নের উত্তর নিয়ে এবার একাদশ গঠনের চেষ্টা ফুটবলের বিখ্যাত ওয়েবসাইট স্কোর ৯০ এর।
যে দলের গোলরক্ষক হিসেবে আছেন উবালদো ফিলোেল।
এমি, রোমেরোদের পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি গোলকিপার।
১৯৭৮ সালে বিশ্বকাপে অসাধারণ সেভ করার জন্য পরিচিত ফিল্লোল।
ড্যানিয়েল পাসারেলা এই একাদশে আছেন সেন্টার ব্যাক ও অধিনায়ক হিসেবে।
১৯৭৮ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয় করেন তিনি। নেতৃত্ব ও এগ্রেসিভ নেসের জন্য আলাদাভাবে ছিলেন পরিচিত।
পাসরেলার সাথে সেন্টার ব্যাক হিসেবে আছেন সাবেক বার্সা তারকা ও বর্তমানে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানো। রক্ষণাত্মক মিডফিল্ডার ও ডিফেন্ডার, দৃঢ় ট্যাকল এবং নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন এই আর্জেন্টাইন ।
রাইট ব্যাক হিসেবে একাদশে জায়গা পেয়েছেন হাভিয়ের জানেত্তি । দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনা ও ইন্টার মিলানের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন। আর্জেন্টিনার সেরা ডিফেন্ডিং এবিলিটির খেলোয়াড় বলা হয় তাকে। ইন্টারের হয়ে ট্রেবল ও আর্জেন্টিনার হয়ে জয় করেন অলিম্পিকে সোনা।
লেফট ব্যাক হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন সিলভিও মারজোলিনি। ১৯৬০ দশকের সেরা লেফট-ব্যাক হিসেবে বিবেচিত তিনি, বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার ধরা হয় তাকে।
হুয়ান রোমান রিকুয়েলমে আর্জেন্টিনার অন্যতম সেরা প্লেমেকার, অসাধারণ পাসিং ও বল কন্ট্রোলের জন্য পরিচিত।
এই একাদশে জায়গা পেয়েছেন এক সময়ের আর্জেন্টিনার নাম্বার টেন। মাঝমাঠের দায়িত্ব সামলানোর জন্য স্কোর ৯০ পছন্দ করেছে তাকে।
ডিয়েগো ম্যারাডোনা, আর্জেন্টিনা ও ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় ১৯৮৬ বিশ্বকাপের নায়ক।
আর্জেন্টিনাকে টেনে নিয়ে গেছেন বহুদিন, সাথে নাপোলি ও বার্সেলোনার মত ক্লাবে করেছেন রাজত্ব। এটাকিং মিডফিল্ডার হিসেবে আছেন ম্যারাডোনা।
ম্যারাডোনা, রিকুয়েলমের সাথে আছেন এই প্রজন্মের আনহেল ডি মারিয়া।
উইঙ্গার, আক্রমণাত্মক খেলার জন্য বিখ্যাত সাবেক রিয়াল মাদ্রিদ তারকা , আর্জেন্টিনার বড় ম্যাচে গুরুত্বপূর্ণ গোলদাতা, আর্জেন্টিনার হয়ে দুই শিরোপাজয়ী ফাইনালে করেছেন গোল।
আলফ্রেদো ডি স্টেফানো আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি স্ট্রাইকার।
১৯৫০-৬০ দশকে রিয়াল মাদ্রিদের হয়ে খ্যাতি অর্জন করেছিলেন ক্লাবে দারুণ পারফর্মেঞ্চ করে।
অনেক দেশেএ হয়ে খেলেও এখনক আর্জেন্টিনার অন্যতম সেরা ফুটবলার তিনি।
নাম্বার নাইনে আছেন মারিও কেম্পেস। ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার, ফাইনালে জোড়া গোল করে দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেন।
একাদশে অবধারিতভাবেই আছে লিওনেল মেসির নাম। আধুনিক যুগের সেরা ফুটবলার, সর্বকালে সেরা হিসেবেও খ্যাত।
আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক, দলগত ও ব্যাক্তিগত অসংখ্য রেকর্ডের মালিক।মেসিকে নিয়ে অবগত সব দর্শকই।
এই একাদশ আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের বিভিন্ন যুগের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত, যারা প্রত্যেকে নিজ নিজ সময়ে কিংবদন্তি হয়ে উঠেছেন।




