শক্তিশালী পাকিস্তান শাহীনসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।
ইতোমধ্যে জনপ্রিয় হয়ে ওঠা এই আসরটিতে নিজেদের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করতে ২ দিন পর মাঠদ নামছে টাইগাররা।
গত বছর প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল এবং ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে গিয়েছিল।
তবে এবার রানার্সআপ না চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবে সোহানরা।
সেখানে সোহানদের একাদশে ওপেনার হিসেবে থাকতে পারেন,জিসান আলম ও নাইম শেখ।
জাতীয় দলে ফিরেও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্ম প্রমান করতে পারেননি নাইম শেখ,তবে এই আসরে নিশ্চিত ভাবেই দলের প্রধান ওপেনার তিনি।
এছাড়াও তরুন মার্কুটে ব্যাটার জিসান থাকছেন ওপেনিংয়ে।
অন্যদিকে ওয়ান ডাউনে খেলবেন ইনফর্ম অলরাউন্ডার সাইফ হাসান।সাম্প্রতিক সময়ে বলে ব্যাটে উভয় জায়গায় দারুন খেলছেন এই ব্যাটার।
অন্যদিকে দীর্ঘদিন পর দেখা মিলবে আফিফ হোসেন ধ্রুব’র।মিডিয়া থেকে দূরে থাকা এই খেলোয়াড়কে আবারো ব্যাট হাতে দেখা যাবে এই আসরেই।
অন্য মার্কুটে ব্যাটার ইয়াসির আলী রাব্বি খেলবেন ৫ নম্বরে।আর ছয় নম্বরে খেলবেন অধিনায়ক নুরুল হাসান সোহান নিজেই।
এশিয়াজয়ী অধীনায়ক অলরাউন্ডার মাহফুজ আলম রাব্বিকে দেখা যাবে দলের মুল অলরাউন্ডার হিসেবে।তার সাথে স্পীনে হাত ঘোরাবেন রাকিবুল ইসলাম,সাবেক যুব বিশ্বকাপজয়ী এই বোলার পারেন ব্যাটও চালাতে।
এদিকে দলের তিন পেসার হতে পারেন মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ আর রিপন মন্ডল!
আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল।
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স ।
অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে গেলেও এবারের লক্ষ্য শুধুই শিরোপা!




