২৬ মিলিয়ন ইউরোতে টটেনহ্যাম ছেড়ে এই মৌসুমে আমেরিকান ক্লব লস এঞ্জেলস এফসিতে পাড়ি জমান কোরিয়ান তারকা হিউ মিন সন। অনেক বছর স্পার্সে থেকে ক্লাব ছেড়েছেন সন।
শেষবেলায় নিজের ক্যাবিনেটে যোগ করেছেন শিরোপা। তবে সনের বিদায়ে শুধু আবেগের নয়, বাস্তবিক শুন্যস্থান তৈরি হয়েছে টটেনহ্যামে।
কেননা দলের নিয়মিত রাইট উইঙ্গার ছিলেন সন, ছিলেন দলের স্টার্টার। নতুন মৌসুমের আগে টটেনহ্যামের মুল একাদশের জন্য চাই একজন উইংগার। আর সেখানেই দুই ব্রাজিলিয়ানের দিকে ঝুকছে এই ক্লাবটি
আগে থেকেই স্পার্সের নজর ছিল রিয়াল মাদ্রিদের উইংগার রদ্রিগোর দিকে। ক্লাব ছারাড় গুঞ্জনে রদিগো একসময় জানান তিনি খেল্বেন ইপিএলে।
সেখানে শূরুতে আর্সেনাল ও লিভারপুল তাকে ঘিরে আগ্রহ দেখায়। এক পর্যায়ে তাদের সাথে যুক্ত হয় স্পার্সও।
নতুন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের হয়ে পারফর্ম করা রদ্রিগোর দিকে নজর দেয় তারা।
কয়েক মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০ এর অধিক বা এর কাছাকাছি গোল এসিস্ট আসছে রদ্রিগোর পা থেকে।
এর পাশাপাশি উইঙ্গের দুই প্রান্তেই খেলতে পারেন। তাই রদ্রিগোকে ঘিরে অন্য ক্লাবের মত আগ্রহ বেশিই ছিল স্পার্সের।
যে কারনে এই ক্লাবটি রদ্রিগোকে নিতে দেয় প্রায় ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব
তবে শেষ মূহূর্তে রিয়াল মাদ্রিদকে বেছে নেওয়ার জন্য রদ্রিগোর ক্লাব ছাড়া হয়নি।
তাতে অবশ্য হাল ছেড়ে দিতে নারাজ ইংলিশ ক্লাব টটেনহ্যাম। এবার ইপিএলে খেলা আরেক ব্রাজিলিয়ান স্যাভিও এর দিকে নজর তাদের
ইএসপেন, দ্যা গার্জিয়ান, ট্রান্সফারমার্কেট সহ অনেক বড় বড় সংবাদমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করে।
গত মৌসুমে জিরোনা থেক ম্যাঞ্চেস্টার সিটিতে আসেন স্যাভিও। তবে সিটিতে বড় ভূমিকা নেই উইঙারদের।
একই সাথে এই মৌসুমে ফ্রাঞ্চের ব্রায়ান চেরকিকে দলে নেয় সিটিজেনরা।
ফলে স্যাভিও ক্লাব ছাড়তে পারেন এমনটা মনে করে এই মাধ্যমগুলো। এবার দেখা যাক, এই দূই উইংগারের কেউ হন কিনা স্পার্সমুখী




