বাংলাদেশের হয়ে রেকর্ড শুনলেই আপনার প্রথমে কার কথা মনে পড়বে। নিশ্চয়ই সাকিব আল হাসানের কথা।
তবে এশিয়া কাপে একটা রেকর্ড হয়েছে, যেটা সাকিব আল হাসান নয়, করেছেন আরেক বাংলাদেশী সাব্বির রহমান।
যে আসরে খেলেছেন সাকিব আল হাসান, এমনকি সাকিব ছাড়াও খেলেছেন রোহিত, বুমরা, ধোনি, মালিঙ্গারা।
সেখানে সবাইকে ছাপিয়ে গেছেন বাংলাদেশের সাব্বির, হয়েছিলেন টুর্নামেন্ট সেরা।
এশিয়া কাপের মঞ্চে টি২০ ফরম্যাটে বাংলাদেশের একমাত্র সিরিজ সেরা সাব্বির।
আগামী মাসে ৮ দল নিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের আসর। ২০২৬ টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে টি২০ ফরম্যাটে।
তবে একটা সময় নিয়মিত অডিয়াই ফরম্যাটে হতো এশিয়া কাপ।
সেখান থেকে ২০১৬ সালে প্রথমবারের মত ক্রিকেটের সবচেয়ে সংক্্ষিপ্ত সংস্করণে হয় এই আসর। আর সেবারই ইতিহাস গড়েন সাব্বির।
টুর্নামেন্টে মোট ৫ ম্যাচ খেলেন সাব্বির। সেই ৫ ম্যাচে দেখান নিজের ব্যাটিং ঝলক।
বিশেষ করে শুরুতেই ঝলক দেখান ভারতের বিপক্ষে। যেখানে অবশ্য ভারতীয়দের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ ।
সেদিন বুমরা, নেহরা, আশ্বিনদের দাপটে অসহায় ছিল বাংলাদেশের ব্যাটিং৷
তবে তাদের বিপক্ষেও জ্বলে উঠে সাব্বিরের ব্যাট৷ করেন ৩২ বলে ৪৪ রান।
প্রতিরোধের আভাস সেদিনই দিয়ে রাখেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
এরপর পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে রান বড় করতে পারেননি। তবে ফাইনালে যাওয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ে জ্বলে উঠে তার ব্যাট।
ফাইনালে যাওয়ার আগে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। সেখানে কুলাসেকারা, চামিরাদের বিপক্ষে শুন্য রানে ফিরেন দুই ওপেনার।
মুশফিকুর রহিম করেন ২ রান। আর সে ম্যাচেই ৮০ রানের এক দাপুটে ইনিংস খেলেন সাব্বির, সেটাও মাত্র ৫৪ বলে।
যে ইনিংসের উপর ভর করে ১৪৭ করে বাংলাদেশ, যে রানের উপর ভিত্তি করে লঙ্কানদের ২৩ রানে হারায় টাইগাররা। যায় এশিয়া কাপের ফাইনালে।
বৃষ্টিবিঘ্নিত ফাইনালেও জ্বলে উঠে তার ব্যাট। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন তিনি।
সব মিলিয়ে এশিয়া কাপের মঞ্চে সেবার ১৭৬ রান করেন সাব্বির, ৫ ম্যাচে খেলেন ৩ টি দারুণ ইনিংস।
৪৪ এর অধিক এভারেজে ব্যাট করে হন আসরের সর্বাধিক রান সংগ্রাহক।
একই সাথে বাংলাদেশ রানারআপ হলেও সেবার টুর্নামেন্ট সেরাএ এওয়ার্ড চলে যায় সাব্বিরের হাতে।
৯ বছর পর আবারো এশিয়া কাপ টি২০ ফরম্যাটে। দলে সাব্বির রহমান এখন নিয়মিত না, কিন্ত সেই ১৬ এর সাব্বিরের বিকল্প যেন এখনও পায়নি বাংলাদেশ।
এশিয়া কাপের আগে তাই সাব্বিরের স্মৃতি রোমান্থন ভক্তদের। সাব্বির কি আবার জাতীয় দলে ফিরে করতে পারবেন এমন কিছু?




