বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ফিরেছেন নিজের চেনা ছন্দে, আর তার পারফরম্যান্সের কদর মিলছে দেশ-বিদেশের নানা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি।
এবার ডাক পেলেন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি -তে।
দুবাই ক্যাপিটালস আজ সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে তাদের দলে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।
এর ফলে ইতিহাসের প্রথম ও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইএলটি-২০-তে মাঠে নামার সুযোগ পেতে পারেন তিনি।
এর আগে দেশের বাইরে তিনটি বড় লিগে খেলেছেন মুস্তাফিজ,লঙ্কা প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট।
এবারের যোগদান তার বিদেশি লিগ ক্যারিয়ারের চতুর্থ অধ্যায়।
আইপিএলের সর্বশেষ আসরে মাঝপথে মিচেল স্টার্কের বদলি হিসেবে দলে জায়গা পান মুস্তাফিজ। সেখানেও দারুণ পারফর্ম করে নজর কাড়েন ক্রিকেটপ্রেমীদের।
এবারও আইএলটি-২০-তে সুযোগ এসেছে বদলি খেলোয়াড় হিসেবে, তবে নিলামের আগেই তাকে দলে ভিড়িয়ে নিয়েছে দুবাই ক্যাপিটালস।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএলটি-২০-এর নিলাম, আর মাঠে গড়াবে আসরটি ২ ডিসেম্বর। প্রায় এক মাসব্যাপী চলবে প্রতিযোগিতা, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের ৪ জানুয়ারি।
কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়াবে ছাড়পত্র নিয়ে।কেননা একই সময়ে অনুষ্টিত হওয়ার কথা বিপিএলও।
তেমনটি হলে ছাড় পাবেন না মুস্তাফিজুর, কিন্তু দেশের বর্তমান ও সম্ভাব্য পরিস্থিতিতে খেলা পিছিয়ে যায় বিপিএল,বা এগিয়ে আনা হয়,তবে বেশ ভালো করেই এই আসর মাতাতে পারবেন ফিজ।




