সুকান্ত ভট্টাচার্য বলেছেন ১৮ বছর বয়স মানে না কোন বাধা। এই বয়সে নাকি পদাঘাতে পাথরও ভাঙতে চান সবাই৷
এই কবিতাটাকেই যেন কিনা পুরোপুরি নিজের মত ব্যাবহার করছেন লামিন ইয়ামাল। ১৮ বছর বয়সে এসে যেন স্বাধীনতার পুর্ণ ব্যাবহার করছেন তিনি।
এর আগে নিজের ১৮তম জন্মদিন পালন করেছেন বেশ জাকজমকভাবে।
আয়োজনে ছিল না কমতি। এরপর প্রাপ্ত বয়স্ক তারকাদের সাথেও তার যোগাযোগের আলাপ শোনা গিয়েছিল।
এবার তো প্রেমের সম্পর্কেই জড়িয়ে গেলেন ইয়ামাল।
১৮ এর ইয়ামালের প্রেমের গল্পের কথা প্রকাশ করলো ট্রিবুনা। কিন্ত সেখানেই আছে এক চমকপ্রদ তথ্য।
স্পেনের ইয়ামাল এবার প্রেমে জড়িয়েছেন লাতিনের দেশ আর্জেন্টিনার এক নারীর সাথে।
নিকি নিকোল নামক এ মেয়ের সাথে বর্তমানে প্রেমের বন্ধনে আছেন ইয়ামাল এমনটাই শোনা যায়।
আর সেই নিকোল এসেছেন লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা থেকে। এমনকি মেসির নিজের শহর রোসারিও থেকে এসেছেন এই আর্জেন্টাইন।
২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন ও বেশ জনপ্রিয়। ইনষ্টাগ্রামে ২২ মিলিয়ন ফলোয়ার তার।
সেখানে আর্জেন্টিনায় গায়ক ও র্যাপার হিসেবে পরিচিতি তার। লামিন ইয়ামালের প্রি মৌসুম ম্যাচ দেখতে বার্সার জার্সি পড়ে মাঠেও দেখা গেছে তাকে।
এর আগে এলেক্স পাদিলা নামক এক নারীর সাথে ইয়ামালের সম্পর্কের কথা জানা যায়।
তবে সোশাল মিডিয়ায় বেশ আলোড়ন হলে ভেঙে যায় সে সম্পর্ক। এবার অন্য মহাদেশের এক নারীর প্রেমেই মুগ্ধ ইয়ামাল
অনেকে ইয়ামালকে বলেন পরবর্তী মেসি। মেসির কারণে বার্সেলোনা সমর্থন করা অনেক আর্জেন্টাইন এর পছন্দের নাম ইয়ামাল।
আর্জেন্টাইনদের থেকে ভালোবাসা ইয়ামাল বরাবরই পেয়ে যাচ্ছেন।
তবে এবার কি সেই ভালোবাসার জবাব এভাবেই দিলেন ইয়ামাল? আগামী দিনে ভক্তদের প্রশ্ন, আর্জেন্টিনার সাথে আরো কি কোনভাবে সম্পর্ক করবেন এই বার্সা তারকা।
ছুটি কাটিয়ে প্রাক মৌসুমে ফিরেছেন ইয়ামাল। ১৮ বছরের ইয়ামালের উপর দায়িত্বও বেশি থাকবে।
একদিকে প্রত্যাশা থাকবে খ্যাতির বাড়তি চাপে হারিয়ে না যান এই তারকা। অপরদিকে আবার আর্জেন্টাইন ও তাদের কিছুটা হলেও খুশি থাকবেন।
অন্তত এতদিন পর কিছুটা হলেও যেন সংযোগ পাওয়া গেলো ইয়ামাল ও আর্জেন্টিনার। আগামী দিনে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক, এটাই চাওয়া থাকবে আলভিসেলেস্তা ভক্তদের।




