দীর্ঘদিন ধরে টটেনহ্যাম হটস্পারের রক্ষণভাগের অন্যতম ভরসা আর্জেন্টাইন সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো এবার পেলেন নতুন দায়িত্ব।
নিজের ইংলিশ ক্লাবের অধিনায়কত্ব পেলেন তিনি। সন হিউং মিনের বিদায়ের পরই রোমেরোর হাতে তুলে দেওয়া হয়েছে এই আর্মব্যান্ড।
১৭ বছর পর ইউরোপা লিগ শিরোপা জিতে শিরোপা খরা কাটায় টটেনহ্যাম।
সেই স্বপ্নঘন মুহূর্তের পর সন তার লন্ডন অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব এলএএফসিতে যোগ দেন।
দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ডের বিদায়ের ফলে নেতৃত্ব শূন্যতা তৈরি হয় দলে, যা এবার পূরণ করলেন রোমেরো।
যদিও চলতি ট্রান্সফার উইন্ডোতে রোমেরোর সম্ভাব্য প্রস্থান নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল, নতুন কোচ থমাস ফ্রাঙ্ক শুরু থেকেই তার উপর আস্থা রাখেন।
তার মতে, ২৭ বছর বয়সী এই ডিফেন্ডারের মধ্যে নেতৃত্বের সব গুণাবলি রয়েছে।
দায়িত্ব পাওয়ার পর ফ্রাঙ্ক জানান, “রোমেরো এই দায়িত্ব পেয়ে গর্বিত ও উচ্ছ্বসিত।
তার মাঠের পারফরম্যান্স এবং আচরণ দলকে অনুপ্রাণিত করে, আর মাঠের বাইরে তার উপস্থিতি অন্যান্য খেলোয়াড়দের মাঝে নেতৃত্বের স্পৃহা জাগায়। আমি একটি শক্তিশালী নেতৃত্ব গোষ্ঠী গঠন করতে চাই, যেখানে আরও চার-পাঁচজন অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন।”
২০২১ সালে ইতালির আতালান্তা থেকে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। সনের ডেপুটি হিসেবে তিনি ইতিমধ্যেই নেতৃত্বের স্বাদ পেয়েছিলেন।
মেসি নিজেও এক সাক্ষাৎকারে রোমেরোকে বর্তমান সময়ের সেরা সেন্টার-ব্যাক হিসেবে প্রশংসা করেছেন, যা তার নেতৃত্বের দায়িত্ব পাওয়াকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এদিকে টটেনহ্যামের আরেক সিনিয়র খেলোয়াড় জেমস ম্যাডিসন হাঁটুর গুরুতর চোটের কারণে মৌসুমের বড় অংশে মাঠের বাইরে থাকবেন।
ফলে দলের নেতৃত্ব এবং ড্রেসিংরুমে মনোবল ধরে রাখার ক্ষেত্রে রোমেরোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।




