Homeক্রিকেটসিপিএলে সাকিব আল হাসানসহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ফ্যালকন্স!

সিপিএলে সাকিব আল হাসানসহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ফ্যালকন্স!

- Advertisement -spot_img

ক্যারিবীয়ান সুপার লীগের প্রথম ম্যাচেই মাঠে নামবেন সাকিব আল হাসান।
আগে থেকেই ছিলেন ফ্রাঞ্চাইজী ক্রিকেটের নিয়মিত মুখ। জাতীয় দলের ব্যাস্ততা কমার পর এই জায়গায় যেন আরো নিয়মিত সাকিব৷

সারাবিশ্বে এই বয়সেও খেলে যাচ্ছেন এই অলরাউন্ডার। এবার সাকিব খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলে।

বরাবরই ক্যারিবিয়ান মাঠে ভালো করেন এই অলরাউন্ডার।

এবার তাই সাকিবকে নিয়ে সিপিএলের শুরুর ম্যাচেই মাঠে নামবে তার দল এন্টিগুয়া ও বারমুডা ফ্যালকনস।

শুরুর ম্যাচে সাকিবকে নিয়েই হবে শক্তিশালী একাদশ।

যে একাদশের ওপেনিংয়ে আসবেন রাখিম কর্নওয়েল ও জুয়েল আন্দ্রে। কয়েকদিন আগে জাতীয় দলে অভিষেক হয়েছে আন্দ্রের।

আর টি২০ ক্রিকেটে শুরুতে ঝড়ো ব্যাটিং এর জন্য বিখ্যাত কর্নওয়েল। বিশাল শরীরের সাথে টাইমিং ও বড় ছয়ের জন্য বেশ পরিচিত কর্নওয়েল।

এই দুই নিয়ে ঝড়ো শুরু করতে চায় এন্টিগুয়া।

নাম্বার তিনে আসবেন দলটির আরেক ব্যাটার আমির জাঙ্গুই। বাংলাদেশের বিপক্ষে অভিষেকে ম্যাচসেরা হয়েছেন।

ঘরোয়া আসরগুলোতেও ভালো করে করছেন রান। দলের গুরুত্বপুর্ন জায়গায় ব্যাটিং এর দায়িত্ব থাকবে আমিরের কাছে।

নাম্বার চারে আসবেন বেভন জ্যাকবস। এর আগে বিশ্বের অনেক লীগ খেলেছেন জ্যাকবস। ছিলেন মুম্বাই ইন্দিয়ান্সের দলেও ।

এছাড়া এমআই আমিরেটাস, দুবাই ক্যাপিটালসের হয়ে খেলার আছে অভিজ্ঞতা। এবার তার দিকে চেয়ে থাকবে দল

নাম্বার পাচে আসবেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই অলরাউন্ডার উইন্ডিজের মাঠে ব্যাটিংএ বেশ সফল।

এবারো ব্যাট হাতে দায়িত্ব থাকবে তার। এছাড়া বোলিং টাও বেশ গুরুত্বপূর্ণ সাকিবের জন্য।

সব মিলিয়ে সাকিবের থেকে অলরাউন্ড পারফর্মেঞ্চের প্রত্যাশা দলের।

নাম্বার ছয়ে আসবেন উইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার ওডেন স্মিথ। শেষে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন।

এছাড়া তার পেস বোলিং দলের জন্য কার্যকর। উইন্ডিজের রাইট আর্ম মিডিয়াম বোলিং অলরাউন্ডার জাষ্টিন গ্রেভস আসবেন নাম্বার আটে।

বল ও ব্যাটে তার থেকেও সমান অবদান চাইবে দল।

আফগান মিষ্ট্রি বোলার এ এম গাজানফার আসবেন নাম্বার নয়ে । বল হাতে এই পিচে দারুণ কার্যকর হবেন গাজানফার।

তার সতীর্থ পেসার নাভিন উল হককে দেখা যাবে নাম্বার দশে। আর উইন্ডিজের বাহাতি পেসার অবেদ ম্যাককয় থাকবেন ১১ নাম্বারে।

সাকিব, গাজানফারের স্পিনের সাথে নাভিন, ম্যাকেয়ের কার্যকরী বোলিং এই দলের শক্তির জায়গা।

এবার দেখা যাক, শেষ পর্যন্ত কেমন দল নিয়ে কাল ভোর ৫ টায় মাঠে নামে সাকিবের দল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here