Homeক্রিকেটচট্টগ্রাম পৌঁছে সাকিব সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছেন -পাপন

চট্টগ্রাম পৌঁছে সাকিব সহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রেখেছেন -পাপন

- Advertisement -spot_img

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন,
“সাকিব আমাকে কাল রাতে জানিয়েছে সে করোনা নেগেটিভ। বিসিবির করা পরীক্ষাতেও সে নেগেটিভ হয়েছে। ওর সাথে কথা হয়েছে ও নেগেটিভ হলে চট্টগ্রাম আসবে। ও যদি খেলতে চায় আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিডম আছে। আজকে সন্ধ্যা ৭ টার ফ্লাইটে আসবে এখানে। ও খেলতে চাইলে ওকে না করার কোনো সুযোগ নেই।’’

শুরু থেকে সাকিব না থাকায় সাকিবকে ছাড়াই খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত টাইগাররা। তাই সাকিব খেললে সেটা হবে দলের জন্য প্লাস পয়েন্ট আর না খেললেও মানসিকভাবে পিছিয়ে পড়ার সুযোগ নেই। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি।

শুক্রবার হঠাৎ করেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসেই মুখোমুখি গণমাধ্যমের, কণ্ঠে সাকিব-তাসকিন-মিরাজদের জন্য হাহাকার যেমন ছিল, ছিল তরুণদের জন্য শুভকামনা।

“তাসকিনকে পাচ্ছি না, ওয়ান অব দ্য বেস্ট ফাস্ট বোলার। মিরাজকে দেখেন, একটা অলরাউন্ডার ছিল না, এখন একটা অলরাউন্ডার পেলাম; সেই মিরাজও নাই, সাকিব নাই। কিছুটা তো সমস্যা হবেই। আমরা এতদিন ধরে যাদের তৈরী করছি, চেষ্টা করছি সামনের জায়গাগুলো পূরণ করার জন্য তাদের জন্য একটা বিরাট সুযোগ। তারা যাতে এখানটায় ভালো খেলতে পারে, খেলে, এটাই আশা করছি।”

সেইসাথে বিসিবি সভাপতি খেলোয়াড়দের বিশ্রাম নিয়েও কথা বলেছেন, “এত এত খেলা, খেলোয়াড়দের ওপর মানসিক এবং শারীরিক চাপ বেড়েই চলেছে। সিনিয়র খেলোয়াড়দের কথা চিন্তা করেন, তাদের জন্য কতটা কষ্টকর! তারা তো ব্রেকই পাচ্ছে না।”

সাকিব, তাসকিন, মিরাজরা নাই। তবুও আশা হারাচ্ছেন না বিসিবি সভাপতি। এই দেশের মা্টিতেই টাইগাররা জিতেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে। পাপনের বিশ্বাস শ্রীলঙ্কার বিপক্ষেও জিতবে দল, খেলাটা যে বাংলাদেশে, “যতোই হোক সবমিলে কথা তো একটাই, ‘দেশে খেলা।”

করোনা নেগেটিভ হয়েছেন সাকিব আল হাসান। ছুটি শেষে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডের সাথে যোগ দিতে গত মঙ্গলবার আমেরিকা থেকে দেশে আসেন সাকিব। বিমানবন্দরে করোনা পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে সাকিবের।

নিজ বাসায় অবস্থান করা সাকিবকে দেয়া হয় ৫ দিনের আইসোলেশন। বিসিবির ডাক্তার মঞ্জুরুল ইসলাম অলরাউন্ডারকে জানিয়েছিলেন করোনা নেগেটিভ হলে সরাসরি দলের সাথে যোগ দিতে পারবেন, থাকবেনা কোন ধরনের বিধি নিষেধ।

৫ দিনের আইসোলেশনের নিয়ম থাকলেও আড়াই দিনেই করোনামুক্ত হওয়াতে সরাসরি শ্রীলঙ্কা সিরিজের দলের সাথে চট্টগ্রামে টিম হোটেলে যোগ দিতে পারবেন সাকিব। খেলতে চান প্রথম টেস্ট। বিসিবির অনুমতিও মিলেছে। শুক্রবার সন্ধ্যায় উড়াল দেবেন চট্টগ্রামের উদ্দেশ্যে। জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন,

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here