প্রচণ্ড গরমের মধ্যে চট্টগ্রাম টেস্ট খেলছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা। টেস্টের মত দীর্ঘ পরিসরের ক্রিকেটে এমন গরম বাড়িয়ে তোলে ক্রিকেটারদের চোটের প্রবণতা। ক্র্যাম্পের মত বিষয় তাই নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার।
তৃতীয় দিনের খেলা শেষে ব্যাটিং কোচ জেমি সিডন্সের কণ্ঠে ফুটে উঠল অসহায়ত্ব। গরম কতটা কাবু করে রেখেছে সবাইকে, তার একটা দৃষ্টান্ত হয়ে থাকল তামিমের ক্র্যাম্প। তবে সিডন্সের আশা, দ্রুত সেরে ওঠে চতুর্থ দিন ব্যাট হাতে নেমে আবারও রানের ফোয়ারা গড়বেন তামিম।
তামিমের পেশিতে টান লাগার বিষয়ে সিডন্স জানান, ‘২ দিন মাঠে থাকার পর সে যেভাবে ব্যাটিং করেছে- দারুণ। এই গরমে রানিং বিটুইন দ্যা উইকেট করতে হয়েছে। এভাবে শরীরে শক্তি ধরে রাখা কঠিন। এসি রুম ছেড়ে মাঠে যান, বুঝতে পারবেন কতটা গরম, কীভাবে এই গরম আপনাকে পানিশূন্য করে দেবে।’
‘তাই ওর ক্র্যাম্পের বিষয়টা আমি বুঝি। আমার বিশ্বাস কাল ও ঝরঝরে হয়েই মাঠে নামবে। ঠিকমত খাবার-পানি খেলে ঠিক হয়ে যাবে।’