মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার ঋশভ পান্ত। দিল্লী থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে যাবার পথে দূর্ঘটনায় পতিত হন তিনি। এই সময় তার গাড়িটি রাস্তার ডিভাইডারে ধাক্কা খায় ও তাতে আগুন লেগে যায়। ফলে মাথায় ও পিঠে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন পান্ত।
এই খবর দ্রুত ছড়িয়ে পরলে,বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীরা পন্তের সুস্থতার জন্য কামনা করছে।
খবর শুনে শকড হয়েছেন লিটন দাস।আর তার সুস্থতার জন্য কামনা করেছেন তিনি।
এদিকে নিজের সতীর্থ পন্তের সুস্থতার জন্য কামনা করেছেন পেসার মুস্তাফিজুর রহমান।?
অন্যান্য খেলোয়াড়দের পাশাপাশি ভারতীয় ব্যাটারের সুস্থতা চেয়েছেন রুবেল হোসেনও!
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত, পন্তের শরীরে ভিতরের অংশে খুব বড় সমস্যা বা ক্ষত ধরা পরেনি।যদিও লিগামেন্ট নিয়ে অসস্থির খবর শোনা গিয়েছে।