ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলোে সম্মান জানাবে ভারতের ইডেন গার্ডেন্স,১৯৭৭ সালে মোহনবাগানের বিপক্ষে কসমস দলের হয়ে ম্যাচ খেলেন পেলে।
মোহনবাগান এবং কসমসের মধ্যকার সেই ম্যাচের কিছু ছবি সংগ্রহ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। সেই ম্যাচের ইনিংস বিরতিতে এক মিনিটের জন্য পেলের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হবে বড় পর্দায়। কসমসের হয়ে খেলার কিছু স্মৃতি আবারও রোমন্থনের সুযোগ থাকবে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে।ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচের আগে স্টেডিয়াম চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখতে ইডেন গার্ডেন্স স্টেডিয়াম পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। সঙ্গে ছিলেন সিএবি সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি, লাল বাজারের সমস্ত উচ্চপদস্থ পুলিশ অধীকারিক। ম্যাচের আগে নিরাপত্তার ব্যবস্থার খুঁটিনাটি খুঁটিয়ে দেখেন তিনি। ম্যাচের জন্য তিন রকম দামের টিকিট রাখা হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য ৬৫০ টাকা। এছাড়াও ১০০০ এবং ১৫০০ টাকার টিকিটও রয়েছে।
সিএবির এক কর্মকর্তা বলেন, ‘অনেক চেষ্টা করে কিছু ছবি সংগ্রহ করা হয়েছে। পেলে কলকাতায় এসে এই মাঠেই খেলেছিলেন। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো তা জানেন না। ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের অনেকের কাছে এই তথ্য নতুন হতে পারে। পেলের কিছু ছবি নিয়ে স্লাইড শো-এর ব্যবস্থা করা হয়েছে।’