তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে আসে ১-১ সমতায়।
তৃতীয় টি-টোয়েন্টি কিছুটা ফাইনালের মতই ছিলো,এমন ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় টিম জিম্বাবুয়ে। বার্লের দল সিরিজ নিশ্চিত করলো ২-১ ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করে আয়ারল্যান্ড। ৯ উইকেটে তাদের সংগ্রহ ১৪১। সর্বোচ্চ ৪৭ রান হ্যারি টেক্টরের ব্যাটে। জবাবে অধিনায়ক আরভিনের ফিফটির সাথে রায়ান বার্লের অলরাউন্ড নৈপুণ্য। ১ ওভার হাতে রেখেই জিতেছে জিম্বাবুয়ে।
আগে ব্যাট করা আয়ারল্যান্ড ১৯ রানেই হারায় ৩ উইকেট। সেখান থেকে দলকে পথ দেখান টেক্টর ও কুর্টিস ক্যাম্ফার জুটি। দুজনে মিলে যোগ করে ৭০ রান। ২৮ বলে ২৭ রান করে ক্যাম্ফার আউট হলে ভাঙে জুটি।
বল হাতে ২ উইকেট নেওয়া বার্ল ব্যাট হাতে ১১ বলে অপরাজিত ৩০ রানে।
ক্যাম্ফারের পর বেশিক্ষণ টিকেননি টেক্টরও। ৩৮ বলে ৩ চারে সাজান ৪৭ রানের ইনিংসটি। তাকে বোল্ড করেন ওয়েস্লে মাধেব্রে।
৯৫ রানে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ড ইনিংসে শেষ দিকে যা একটু লড়েছেন ১৭ বলে ২৩ রান করা ডকরেল। ১০ বলে ১৪ ভ্রান করে মার্ক অ্যাডেয়ার।
আইরিশদের ১৪১ রানে আটকানোর পথে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ দুইটি করে উইকেট মাধেব্রে, চাতারা ও লুক জঙ্গের।