পাঁচ দিনের টেস্ট শেষ হলো তিন দিনেই। ভারতীয় স্পিনারদের ভেলকিতে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারলো না অজি ব্যাটাররা।মাত্র ৯১ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। আর তাতেই বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে ভারতের কাছে এক ইনিংস ও ১৩২ রানের লজ্জার হার পেলো অজিরা।ইনিংস ব্যবধানে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিলো ২২৪ রান।কিন্তু ভারতীয় স্পিন বিষে একশর নিচেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। সর্বোচ্চ স্টিভ স্মিথ করেন ২৫ রান।
ভারতের পক্ষে রভিচন্দ্র অশ্বিন পাঁচ উইকেট লাভ করেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জাদেজা দ্বিতীয় ইনিংসেও নেন দুই উইকেট। এর আগে সাত উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিন শেষ করা ভারত দিনের শুরুতেই হারায় জাদেজার উইকেট।
নবম উইকেট জুটিতে অক্ষর প্যাটেল ও মোহাম্মদ শামি মিলে গড়েন ৫২ রানের জুটি।দলীয় ৩৮০ রানের মাথায় শামি ফিরে গেলে ভাঙ্গে তাদের ৫২ রানের জুটি। আর ভারতের ইনিংস শেষ হয় ব্যক্তিগত ৮৪ রানে প্যাট কামিন্স অক্ষর প্যাটেলকে ফেরালে।সর্বসাকুল্যে ৪০০ রানে শেষ হয় ভারতের ইনিংস।
অভিষিক্ত মুরফি অস্ট্রেলিয়ার হয়ে সাতটি উইকেট লাভ করেন।দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট ও ব্যাট হাতে ৭০ রান করা জাদেজা ম্যাচসেরা নির্বাচিত হন।