আগামীকাল থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচ,তবে সেই সিরিজ নিয়ে কথাই হচ্ছে না,ক্রিকেট জুড়ে শুধুই সাকিব তামিম প্রসঙ্গ! এবার সেই প্রশ্নে বিরক্ত কোচ হাথুরুসিংহে।
ইংল্যান্ড সিরিজ শুরুর আগের দিন মঙ্গলবার শেরে বাংলা স্টেডিয়ামে হাথুরু জানান, ‘প্রথমত আমি দায়িত্ব নিয়ে মাত্র ৭ দিন হয়েছে এখানে। আমি অনেক ড্রেসিং রুম দেখেছি, অনেক দলের দায়িত্বে থেকেছি যেখানে কারো কারো ভেতর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নেই; কিন্তু মাঠের খেলায় কোনো প্রভাব পড়ছে না। জাতীয় দলে আপনি এটাই চাইবেন। এখানে আপনার ‘বেস্ট ফ্রেন্ড’ হওয়ার কোনো প্রয়োজন নেই, একসঙ্গে ডিনার করার প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত না পারফরম্যান্সে এর প্রভাব পড়ছে, আমি এতে কোনো সমস্যা দেখছি না, আমার কাছে এর কোনো পার্থক্যও নেই।’
এই ইস্যু নিয়ে আরও প্রশ্ন করা হলে একপর্যায়ে ক্ষেপে গিয়ে হাথুরু বলেন, ‘সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত। আর এখন এই বিষয়গুলো নিয়ে কথা বলার সঠিক সময় নয়। কাল থেকে আমাদের সিরিজ শুরু সবার সেদিকে বেশি ফোকাস থাকা দরকার।’সাধারণত অন্যসব কোচদের মতো খুব বেশি নরম হয়ে সংবাদ সম্মেলন করেন না হাথুরু! নিজের প্রথম সংবাদ সম্মেলনেই চটেছিলেন,স্পীন পিচ বিষয়ে।
অবশ্য সাকিবের অন্তত এমন কোচই পছন্দের!