লো স্কোরিং ম্যাচে লড়াই করেও শেষপর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারলোনা বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২১০ রানের লক্ষ্যমাত্রা তিন উইকেট আর আট বল হাতে রেখেই টপকে গেছে ইংলিশরা। অথচ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল বেশ বাজেভাবে। প্রথম ওভারেই জেসন রয়কে ফেরান সাকিব। তামিমের হাতে কাজ দিয়ে ব্যক্তিগত চার রানে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৩৫ রানে দ্বিতীয় উইকেট হারায় ইংল্যান্ড। পিটার সল্টকে বোল্ড আউট করেন তাইজুল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ইংলিশরা।বাটলার, ভিন্স,উইল জ্যাকরা সবাই এদিন ব্যর্থ হয়েছেন। একপর্যায়ে ১০৩ রানে ইংল্যান্ডের পঞ্চম উইকেট পড়ে গেলে মনে হচ্ছিল শেষ পর্যন্ত এই ম্যাচে উতরে যেতে পারে বাংলাদেশ। তবে সে আশায় গুড়ে বালি হয় ডেভিড মালানের অনবদ্য এক সেঞ্চুরিতে। অপরপ্রান্তে সবাই যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত তখন এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙেছেন এই ইংলিশ ব্যাটার। যদিও শেষ দিকে এসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আদিল রশিদও ১৭(২৯)*। অষ্টম উইকেটে ডেভিড মলানের সঙ্গে ৫২ রানের এক জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এ দুই ব্যাটার। দলের পক্ষে ব্যক্তিগত রান আসে মালানের ব্যাট থেকে।আট চার ও চার ছয়ে ১৪৫ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের পক্ষে তাইদুল ইসলাম তিনটি ও মিরাজ দুটি উইকেট লাভ করেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরুটা করেছিলেন ভালভাবেই। দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ক্রিস ওকস।দলীয় ৫১ রানে আউট হন অধিনায়ক তামিম ইকবাল।মার্ক উডের বলে বোল্ড আউট হয়ে ফেরার আগে তামিম করেন ব্যক্তিগত ২৩ রান।তৃতীয় উইকেট জুটিতে নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম মিলে যোগ করেন ৪৪ রান।পঞ্চাশ স্ট্রাইকরেটে ব্যক্তিগত ১৬ রানে আউট হন মুশফিক। ব্যাট হাতে সাকিব ও এদিন হন ব্যর্থ। মইন আলীর বলে বোল্ড হওয়ার আগে করেন মোটে আট রান।তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন শান্ত। আর তাকে সঙ্গ দিতে থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।পঞ্চম উইকেট জুটিতে দুজনে মিলে যোগ করেন ৫৩ রান।দলীয় ১৫৯ রানে ব্যক্তিগত সর্বোচ্চ রান করা শান্ত ফেরেন সাজঘরে।ছয় চারের সাহায্যে ৮২ বলে ৫৮ রান করেন তিনি। আার ব্যক্তিগত ৩১ রানে রিয়াদ ফিরে গেলে শেষের দিকের ব্যাটাররা তেমন কিছুই করতে পারেননি। যদিও তাসকিনের ১৪ ও তাইজুলের ১০ রান বাংলাদেশকে দুইশত রান টপকাতে সাহায্য করে।সবমিলিয়ে ১৬ বল আগেই ২০৯ রানে গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ইংল্যান্ডের পক্ষে আর্চার, মইন আলী, মার্ক উড প আাদিল রশিদ দুটি করে উইকেট লাভ করেন।
তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ তে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামী ৩রা মার্চ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল।