চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের বিপক্ষে সহজেই জয় পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের দেওয়া ১৫৭ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে দুই ওভার আর ছয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা।লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই ইংলিশ বোলারদের ওপর মারমুখী ভঙ্গিময়ে খেলতে থাকেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার।
আট বছর পর জাতীয় দলে সুযোগ পেয়ে আদিল রশিদের বলে বোল্ড হওয়ার আগে ১৪ বলে ২১ রান করেন রনি।ওয়ানডে সিরিজে ধারাবাহিক ব্যর্থ লিটন দাস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও রান পাাননি। ১০ বলে ১২ রান করে আর্চারের বলে আউট হন তিনি।পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে ৫৪ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।দলীয় ৪৩ রানে দুই উইকেট হারানোর পর অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৬৫ রানের জুটি গড়েন নাজমুল শান্ত। মইন আলীর বলে আউট হওয়ার আগে তৌহিদ রিদয় করেন ১৭ বলে ২৪ রান।আর ১৭০ স্ট্রাইকরেটে শান্ত তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।৩০ বলে ৫১ রানে শান্ত বোল্ড হলে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ৩৪(২৪)। তাকে সঙ্গ দেন আফিফ হোসেন ১৫(১৩)।তাদের দুজনের অপরাজিত ৪৬ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।এর আগে সাগরিকায় টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান সাকিব। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিলপ সল্ট।
দুজনে মিলে গড়েন ৮০ রানের জুটি। ব্যক্তিগত ৩৮ রানে সল্টকে আউট করেন নাসুম আহমেদ।তিনে নামা ডেভিড মালানকে দ্রুতই ফেরান সাকিব।দলীয় ১৩৫ রানে বেন ডাকেটকে ২০(১৩) বোল্ড করেন মোস্তাফিজ।পরের ওভারেই ভয়ংকর হয়ে ওঠা বাটলারকে ফেরান হাসান মাহমুদ। শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে বাটলার করেন ৪২ বলে ৬৭ রান।মোস্তাফিজ,তাসকিন,হাসান মাহমুদের করা শেষ চার ওভারে ইংলিশ ব্যাটাররা তুলতে পারেন মোটে ২১ রান।ডেথ ওভারের বোলিং দৃঢ়তায় ২০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয় ছয় উইকেটে ১৫৬ রান।বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেন।দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত। আগামী ১২ই মার্চ মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।