টাইগারদের বোলিং তোপে পরে বিপদে বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্যাটিং ওয়ার্ড পরিবর্তন হয়েও ভাগ্য পরিবর্তন হয়নি ইংলিশদের।
মীরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে,শুরুতেই মালান ফেরেন তাসকিনের শিকার হয়ে।হাসান মাহমুদের ক্যাচ করে তাকে ফেরান তাসকিন আহমেদ।
ইংলিশ শিবিরে ২য় আঘাত হানেন,সাকিব আল হাসান, পাওয়ার প্লের পর প্রথম ওভারেই শল্টকে কোট এন্ড বোল্ড করেন তিনি।
নিজের প্রথম ওভারে সফল হয়েছেন হাসান মাহমুদও! ইংলিশ ক্যাপ্টেনকে বোল্ড করে ফেরান তিনি।
এরপর বলে এসে উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ।
১০ ওভারে এখন পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৬৩ রান।