Homeক্রিকেটইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট মাতাবেন মিরাজ!

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট মাতাবেন মিরাজ!

- Advertisement -spot_img

সময়ের সেরা মুহূর্তে আছেন টাইগার অল রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অসাধারণ সময় পাড় করছেন ব্যাট বল দুই বিভাগেই। আর ফিল্ডিংয়ের কথা তো আলাদা ভাবে বলার কোনো দরকার নেই। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশ দলের অটো চয়েজ তিনি। বলা যায় দলের অপরিহার্য সদস্যও। বিশেষ করে ওয়ানডে ও টেস্টে সব সময় দলের সাথেই থাকেন। ওয়ানডেতে সবশেষ তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৮৩ রান সাথে চলমান বছর উইকেট নিয়েছেন ৬ টি।

সব মিলিয়ে বলা চলে দারুন সময় পাড় করছেন মিরাজ। আর তার ফল হাতে নাতে পেলেন এবার। সকাল থেকেই গুঞ্জন ছিলো ইংলিশ কাউন্টি লীগের দল ওয়ারউইকশায়ারের হয়ে খেলার জন্য মিরাজকে প্রস্তাব দিয়েছে দলটি। কিন্তু নিশ্চিত ছিলো কেউ-ই। তবে, মিরপুরে এদিন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলন করতে আসলে নিজেই বিষয়টি নিশ্চিত করেন গণমাধ্যম কে। তবে, যাবেন কিনা তা এখনও নিশ্চিত না তিনি নিজেই। কারন, সামনে আছে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচ। যদিও, মাঝে দীর্ঘ একটা সময় পাবেন । এরপর, জুলাইয়ে আবারও রাশিদ খানদের বিরুদ্ধে আছে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। এই নিয়ে মিরাজ বলেন, “আমার কাছে প্রস্তাব এসেছে খেলার। এখন যাওয়া না যাওয়ার বিষয়টি নির্ভর করছে, সে সময় জাতীয় দলের খেলা আছে কিনা তার উপর।”

অর্থাৎ জাতীয় দলের সূচী অনুযায়ী সুযোগ পেলেই তিনি উড়াল দিবেন ইংল্যান্ডে প্রথমবারের মতো কাউন্টি লীগ খেলতে। এদিকে মিরাজের এই সুযোগ পাওয়ার পিছনে অবদান আছে তার ডিপিএল এক স্বতীর্থের। গেলো ঢাকা প্রিমিয়ার লীগে মিরাজ ও ইংলিশ লেগ স্পিনার জ্যাক লিন্টট ছিলেন একই দল মোহামেডানে। আর কাউন্টি লীগের দল ওয়ারউইকশায়ারের জার্সীতে খেলেন তিনি। তাই তার মধ্যস্ততায়ই দলটির নজরে আসে মিরাজের নাম। তবে, সেক্ষেত্রে অনিশ্চয়তা আছে আন্তর্জাতিক সূচীর মাঝে মিরাজের সময় নিয়ে। সামনে আসছে বিশ্বকাপ এর আগে আছে এশিয়া কাপ। তাছাড়া, বিশ্বকাপের আগে বিসিবি চাচ্ছে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যেকোনো দলের সঙ্গে। সেক্ষেত্রে মিরাজ যে খুব বেশি সময় পাবেন না তা অনুমেয়। আর সেটা মিরজাও জানেন। তাই তিনি আপাতত সেদিকে না ভেবে আসছে আফগান সিরিজ নিয়েই ভাবছেন। পরে সময় পেলে যাবেন। এই নিয়ে তিনি বলেন,

” যদি সুযোগ থাকে অবশ্যই চেষ্টা থাকবে যেন যাই। আপাতত আমার মনোযোগ আফগানিস্তান সিরিজে। আজ থেকে অনুশীলন শুরু করেছি। আশা করছি সিরিজটা ভালো যাবে।”
এদিকে মিরাজের পাশাপাশি টাইগার পেসার মোস্তাফিজুরও অফার পেয়েছেন এক বিদেশি লীহ থেকে। ফিজকে অফার করেছে যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লীগ থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here