Homeআন্তর্জাতিকরোনালদোর গোলে আরব ক্লাব কাপের ফাইনালে আল-নাসের

রোনালদোর গোলে আরব ক্লাব কাপের ফাইনালে আল-নাসের

- Advertisement -spot_img

কোয়ার্টার ফাইনালে তিন গোলের জয়ে প্রথম গোলটি করে দলকে সেমিফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রোনালদো।আর সেমিফাইনালে ১-০ গোলের জয়ের একমাত্র গোলটি এসেছে সি আর সেভেনের পা থেকেই।
প্রিন্স সুলতান বিন স্টেডিয়ামে ইরাকের ক্লাব শারতোর বিপক্ষে প্রথম থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে আর নাসের।একের পর এক আক্রমণে ক্ষণে ক্ষণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় রোনালদো সাদিও মানেরা।তবে এত এত আক্রমণের পরও কখনো নিজেদের ভুলে আবার কখনো দুর্ভাগ্যের শিকার হয়ে বারবার বলকে জালে জড়াতে ব্যর্থ হচ্ছিল নাসেরের ফুটবলাররা।
প্রথমার্ধের শেষ দিকে ব্রোজোভিজের বাড়ানো বলে অবশ্য দারুন ফিনিশিংয়ে গোলের দেখা পায় রোনালদো।যদিও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।এরপর ডি বক্সের বাইরে থেকে আলেক্স টেলেসের বুলেট গতির শর্ট পোস্টে লেগে প্রতিহত হয়।প্রথমার্ধের একদম শেষ সময়ে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন রোনালদো।ফলে প্রথমার্ধে গোল শূন্য থাকতে হয় বল-নাসেরের।
দ্বিতীয়ার্ধে আল-নাসের ফিরে আসে আরো ভয়ঙ্কর রূপে।খেলা ৭৫ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে ফাউলের শিকার হন সাবেক লিভারপুল তারকা সাদিও মানে।রেফারি ভিএআরের সিদ্ধান্ত নিয়ে পেনাল্টি দিলে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন রোনালদো।এরপরে ব্যবধান বাড়ানোর সুযোগ আসলেও তা আর কাজে লাগাতে পারেনি রোনালদো-মানে-ব্রোজোভিজরা।শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে ১৯৮২ সালে শুরু হওয়ার পর প্রথমবারের মতো আরব ক্লাব কাপের ফাইনালে উঠলো আল-নাসের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here