চান্দিকা হাতুরাসিংহে বাংলাদেশে এসেছেন গেলো বুধবার।প্রথমবারের মতো নিজের ছেলেকে বাংলাদেশ ঘোরাতে নিয়ে এসেছেন শ্রীলঙ্কান এই মাস্টারমাইন্ড।তবে বৃহস্পতিবার হাতুরু মিরপুরে পা রাখতেই যেন প্রাণ ফিরে পেল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। হাতুরকে দেখেই যেন ব্যস্ততা বেড়ে গেল ক্রিকেটারদের।ব্যক্তিগত অনুশীলনে যে সমস্ত ক্রিকেটাররা মিরপুরে এসেছিলেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছেন হাতুরু।কখনো মূল মাঠ তো কখনো আবার ইনডোরে দৌড়ে বেড়িয়েছেন।কখনো আবার ছুটে গেছেন পিচ কিউরেটরদের কাছে।তাদের সঙ্গেও চালিয়েছেন বেশ খানিক সময়ের আলোচনা।
এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন এদিন।এশিয়া কাপের দল ঘোষণার সময়সীমা ঘনিয়ে আসলেও এখনো ঠিক হয়নি বাংলাদেশের অধিনায়ক।দিন যত ঘনিয়ে আসছে ততই প্রাথমিক দল থেকে মূল দল ঘোষণার সম্ভাবনা দৃঢ় হচ্ছে।এসব নিয়েই হয়তো বোর্ড কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেছিলেন তিনি।
তবে সবকিছু ছাপিয়ে শিষ্যদেরকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করেছেন চান্দিকা হাথুরুসিংহে।মিরপুরে এদিন সিনিয়র জুনিয়র সবার সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গেছে এই মাস্টারমাইন্ডকে।