Homeক্রিকেটফিক্সিংয়ের জন্যই কি মিরপুরে হাতুরু পুত্র....??

ফিক্সিংয়ের জন্যই কি মিরপুরে হাতুরু পুত্র….??

- Advertisement -spot_img

সম্প্রতি কিছুদিন আগে ছুটি কাটিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হেডকোচ চান্দিকা হাতুরাসিংহে।আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে খেলোয়াড়দেরকে নিয়ে ইতিমধ্যে রুদ্ধদার অনুশীলন শুরু করেছেন তিনি।তবে শ্রীলঙ্কা থেকে আসার সময় নিজের ছেলে চাইক হাতুরাসিংহেকে সঙ্গে নিয়ে আসেন চান্দিকা হাতুরাসিংহে।

ধারণা করা হচ্ছিল নিজের ছেলেকে বাংলাদেশ ঘোরাতে নিয়ে এসেছেন লঙ্কান এই কোচ।

তবে মিরপুর স্টেডিয়ামে অনুশীলনের সময় হাতুরাসিংহের সঙ্গে খেলোয়ারদের আশেপাশে ঘুরতে দেখা গেছে চাইক হাতুরাসিংহকে।এমনকি কোচ খেলোয়ারদের একান্ত বৈঠকের সময় সেখানে উপস্থিত ছিলেন এই কোচপুত্র।

আরে এতেই তিনি ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন দেশের একটি শীর্ষ গণমাধ্যম।টিম মিটিংয়ের সময় যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষিদ্ধ ছিল,সেখানে এমন একজন মিটিংয়ে উপস্থিত থাকেন কিভাবে?

পাশাপাশি বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা দাবি করেন, দলের গোপন খবর বিদেশে পাচার করছেন চাইক।তার হাতে থাকা মোবাইল দিয়ে এসএমএসের মাধ্যমে দলে গোপন তথ্য অন্যদের কাছে শেয়ার করছেন তিনি।

কেন দলের খেলোয়ারদের অনুশীলনের সময় আশেপাশে থাকছিলেন চাইক অথবা কেনই বা ছিলেন টিম মিটিংয়ে সেসব প্রশ্নের উত্তর দেন জাতীয় দলের টিম ম্যানেজার শাহরিয়ার নাফিস।

তিনি বলেন,চাইক শুধুমাত্র ছুটি কাটাতে এসেছে। তাছাড়া আর কিছুই নয়।আর যে মিটিংয়ের কথা বলা হচ্ছে সেটা আসলে টিম-মিটিং ছিল না।নতুন সাইকোলজিস্টের সাথে খেলোয়াড়দের শুধুমাত্র একটা সেশন ছিল সেটি।সেখানে আরো বেশকিছু কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চাইক বাবা চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে মিরপুরে আসেন ১০ই আগস্ট।এসেই আড্ডা দেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামের সাথে।

পাশাপাশি স্বদেশী কিউরেটর গামিনী ডি ডিলভা ও অন্যান্যদের সঙ্গে খোশগল্পে মাতেন তিনি।পরে তিনি বাংলাদেশের খেলোয়াড়দের অনুশীলন উপভোগ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here