এশিয়া কাপ টুর্নামেন্ট বাংলাদেশের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন।বাংলাদেশ তাদের প্রথম এশিয়া কাপ খেলেছিল ১৯৮৬ সালে।উইজডেন তাই ১৯৮৬ থেকে এখনো পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশের হয়ে যেসমস্ত ক্রিকেটার মাঠে নেমেছেন,তাদের মধ্য থেকে সেরা একাদশ বাছাই করেছেন।
তবে উইজডেনের এই তালিকায় জায়গা হয়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। এমনকি দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকেও রাখা হয়নি এই একাদশে।দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল ও জায়গা পাননি এই দলে।
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার ইমরুল কায়েস, আনামুল হক বিজয় ও অলরাউন্ডার নাসির হোসেন আছেন এই দলে।স্পিনার হিসেবে আছেন আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
উইজডেন কর্তৃক প্রকাশিত এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, আতাহার আলী খান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান