অবশেষে হোম অব ক্রিকেটে দেখা মিললো মাহমুদউল্লাহ রিয়াদের।বুধবার মিরপুরে অনুশীলন করতে এসেছিলেন তিনি।
এর আগে গত ১২ই আগস্ট এশিয়া কাপের দলে জায়গা হারান রিয়াদ।তটপর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।ভক্ত-সমর্থকরা তাকে দলে নেওয়ার দাবিতে মানববন্ধনও করেছেন।
পরে অবশ্য জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘এশিয়া কাপের দলে না থাকলেও বিশ্বকাপ ভাবনায় আছেন রিয়াদ।৮ জন ব্যাকআপ ক্রিকেটারের তলিকায় থাকবেন তিনি।’
যদিও প্রথম প্রথম অনুশীলনে আসেননি রিয়াদ।তবে জানা গেছে, অসুস্থ মায়ের পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।বুধবার মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা গেছে রিয়াদকে।
বিশ্বকাপের ভাবনায় থাকা ক্রিকেটাররা ইতিমধ্যে ভারতীয় ভিসার প্রক্রিয়া শুরু করলেও তা এখনো করেননি মাহমুদউল্লাহ।
তাছাড়া এশিয়া কাপের দল থেকে বাদ যাওয়ায় পর তার কেন্দ্রীয় চুক্তি বাতিলের যে গুঞ্জন উঠেছিল তাও ভুয়া বলে জানান বিসিবির এক কর্মকর্তা।