Homeক্রিকেটরহস্যময় স্টাটাসের রহস্য খোলসা করলেন সাকিব....!!

রহস্যময় স্টাটাসের রহস্য খোলসা করলেন সাকিব….!!

- Advertisement -spot_img

দিন কয়েক পরই এশিয়া কাপ। বিশ্বকাপের বাকি দেড় মাসেরও কম সময়। অংশগ্রহণকারী সবগুলো দেশের মতো বাংলাদেশও স্বপ্ন দেখছে বিশ্বকাপ-এশিয়া কাপ জয়ের। কোটি কোটি বাঙালিকে যে দলটা স্বপ্ন দেখাচ্ছেন তাদের প্রধান সাকিব আল হাসান।

অথচ বৃহস্পতিবার মধ্যরাতে হঠাতই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সাকিব। যা নিয়ে গোটা দেশে হইচই পড়ে যায়। রাত সাড়ে ১১টায়  সাকিব ফেসবুকে ঘোষণা দেন, তিনি আর খেলবেন না। সাকিবের পেজে লেখা হয়, ‘আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…।’

স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু হুট করে এমন স্ট্যাটাস কেন সাকিবের? সাধারণ ভক্ত সমর্থকদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। দেশের ক্রিকেট ভক্তরা জানতে চেয়েছেন কী হয়েছে। সাকিবও কী তাহলে অবসরের বার্তা দিতে চেয়েছেন? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে।

তবে শুক্রবার জানা গেলো সেই পোস্টের মূল কারণ। সাকিব জানালেন, আমি খেলব না। খেলবে এবার বাংলাদেশ। মূলত সাকিবের ওই স্ট্যাটাস ছিল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’’-এর বিজ্ঞাপন।

আজ থেকে নতুন এক ক্যাম্পেইন শুরু করেছে নগদ। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন হলিডে উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা রয়েছে এই ক্যাম্পেইনে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here