বিশ্বকাপে ভরাডুবি,এরপর অযোগ্য কোচের কারনে বিশ্বকাপের পরেও হার।সবকিছু চুকিয়ে যখন নতুন কোচের দায়িত্ব পেল দিনিজ,আর দলে ফিরলেন নেইমার,ঠিক তখনই স্কোয়াড নিয়ে শুরু হয়েছে টালবাহানা।
শুরুতেই ছেটে ফেলা হয়েছিলো সিলভাদের মতো অভিজ্ঞদের।আর এক অভিযোগে অভিযুক্ত হওয়ার কারনে স্কোয়াডে ডাকা হয়নি মিড ফিল্ডার পাকুয়েতাকেও।
ইঞ্জুরীতে থাকার কারনে তখন ডাক পায়নি জেসুস,রাখা হয়নি রাফিনহাকে।
কিন্তু সপ্তাহ পেরোতেই সবকিছু বদল হয়েছে! বর্তমান স্কোয়াডে আছে গ্যাব্রিয়েল জেসুস, মার্টিনেল্লি,কিংবা রাফিনহা।
যেখানে সর্বশেষ যুক্ত হয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা গ্যাব্রিয়েল জেসুস।
প্রেমিকার করা মামলায় অভিযুক্ত হয়ে বাদ পরেছেন এন্তনি, মুলত সেখানেই ভাগ্য খুলেছে জেসুসের।
ভিনি-এন্তনিররা না থাকলেও বেশ ভাল স্কোয়াড সাজিয়েছে দিনিজ!
এডার মিলিতাও বাদ পড়েছেন দল ঘোষণার আগেই। তার জায়গায় রজার ইবনেজকে রাখা হয়েছে সেন্টার ব্যাকের বদলি হিসেবে। এছাড়া আছেন সেন্টার ব্যাক নিনো। এরপর ইঞ্জুরি শঙ্কা ছিল নেইমারকে নিয়ে। তবে ভক্তদের জন্য আছে সুখবর। নেইমার ইঞ্জুরি থেকে প্রায় সেরে উঠেছেন। তাই বিশ্বকাপ বাছাই ম্যাচে ব্রাজিল সুপারস্টারকে দেখার ব্যাপারে আশাবাদী সবাই।
তবে নেইমার খেললেও ভিনিসিয়াস খেলবেন না ব্রাজিল দলে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলাকালীন ইঞ্জুরির কারণে মাঠ ছেড়েছিলেন। পরীক্ষা নিরীক্ষা করে জানা গেলো ভিনি মাঠের বাহিরে থাকবেন ৬ সপ্তাহের জন্য। আর তাতে নিশ্চিতভাবে বাদ পড়ছে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুরু দুই ম্যাচ।ভিনির জায়গায় সে ম্যাচগুলোতে ডাক পেয়েছেন রাফিনহা।
এলিসন সর্বশেষ ম্যাচে খেলেছেন দুর্দান্ত ফুটবল, এডারসন তো আগে থেকেই আছেন ফর্মে। এই দুই ছন্দ থাকা গোলরক্ষকদের ভীরে আছেন এথলেটিকো পারানেসের বেনতো ক্রেপস্কি।
ডিফেন্সে মিলিতাও এর অভাব অবশ্য ভোগাতে পারে দলকে। একই সাথে সিলভা না থাকা ও মার্কুইনহসের অফফর্মও চিন্তা। তবে নতুন করে ডাক পাওয়া আর্সেনালের ধারাবাহিক পারফর্মার গ্যাব্রিয়েল মেঘালস, নিনোরা আশা দেখাচ্ছেন। আছেন রজার ইবনেজরাও। রজার ইবনেজ অবশ্য ব্যাকাপ হতে পারবেন রাইট ব্যাকে। সেখানে মুল পছন্দ হতে পারেন জুভেন্তাসের দানিলো। তালিকায় আছেন ব্রাজিলিয়ান লীগে খেলা ভেন্ডারসনও।
লেফট ব্যাকে রেনান লদি ফিরেছেন দলে। একই সাথে আছেন সকলের প্রিয় কাইও হেনরিক। মোনাকোর হয়ে ৪ সিজনে ধারাবাহিক পারফর্মের পুরষ্কার পেলেন এই লেফট ব্যাক। এই দুই থাকলেও নেই এলেক্স টেল্লাস।
মিডফিল্ডে ব্রাজিলের অবস্থা সর্বদাই নাজুক। তবে এবার নতুনদের নিয়ে ঘুরে দাড়ানোর প্রত্যাশা কোচের। পুরাতনদের মধ্যে আছেন ক্যাসিমিরো। সেন্ট্রাল মিডে নিউক্যাসেল ডুয়ো ব্রুনো গুইমারেজ, জোয়েলিংটনদের ডেকেছেন কোচ দিনিজ। ডিফেন্সিভ মিডে জায়গা হারিয়েছেন ফ্যাবিনহো, সুযোগ পেয়েছেন তরুণ আন্দ্রে। এটাকিং মিডফিল্ডার হিসেবে দলে নেই লুকাস পাকুয়েতা। দলে এসেছেন পালমারেসের ২৮ বছর বয়সী রাফায়েল ভেইগার।
নেইমার খেলবেন নিশ্চিত হলেও মিডে খেলবেন না উইঙে, তা এখনও নিশ্চিত নয়। আর সেখানে নেইমারকে এটাকিং মিডে দেখা গেলে বাম পাশ সামলাবেন মার্টিনেল্লি। ভিনিসিয়াসের জন্য দলে খুব একটা সুযোগ আসেনা, এবার নিজেকে প্রমাণের সুযোগ পাবেন এই আর্সেনাল উইঙ্গার। ডান দিকে প্রথম পছন্দ রদ্রিগো। তবে এবার রাফিনহা দলে আসায় তার সাথে হবে প্রতিযোগিতা।
সেন্ট্রাল ফরোয়ার্ডে কুনহা ও রিচার্লিসন, কেউই নেই ছন্দে। তবে রিচার চেয়ে তুলনামূলক ভালো অবস্থান কুনহার। সেক্ষেত্রে কোচ চাইলে রাফিনহাকে ডানে দিয়ে রদ্রিগোকেও খেলাতে পারেন। এই পজিশনে পুর্বে ভালো করার অভিজ্ঞতা আছে তার।কিন্তু এটাকিংয়ের লাইন আপ চেঞ্জ করে দিতে পারে জেসুসের অন্তর্ভুক্তি!
আগামী ৯ তারিখ বলভিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমাররা।
প্রতিবেদক: মো শরিফুল ইসলাম