মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অবশ্য টাইগারদের পরাজয়ের এই ব্যবধান আরো বেশি হতে পারতো যদি না মাহমুদউল্লাহ রিয়াদ শেষ দিকে দলের হাল ধরতো।
তার অনবদ্য ১১১ রানের ইনিংসে সম্মানজনক স্কোর করতে পেরেছে বাংলাদেশ।
রিয়াদ যখন ক্রিজে আসেন তখন স্বীকৃত ব্যাটারদের সবাই ফেরত গেছেন সাজঘরে। সেখান থেকে টেইলেন্ডারদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে নিজে যেমন শতরান করেছেন, তেমনি দলের স্কোরবোর্ডেও সম্মানজনক রান দাঁড় করাতে পেরেছেন।
দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে এমন লড়াকু সেঞ্চুরির পর মুখ খুলেছেন রিয়াদ পত্নী জান্নাতুল কেফায়েত মিষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা করেন তার আরও কাছে যাওয়ার জন্য। একজন মুমিন যদি আল্লাহর পরিকল্পনার ওপর সবর ও আস্থা রাখতে পারে তবে সে সেরা পুরস্কার পায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
’আমার স্বামী এমন একজন বিশ্বাসী…গত কয়েক মাস তিনি কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তিনি মসজিদেই সবচেয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং আল্লাহর কাছে যা চেয়েছিলেন তা দিয়েছেন..আলহামদুলিল্লাহ।’
আইসিসির ইভেন্ট যেন সবচেয়ে প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে তার হাত ধরেই প্রথম সেঞ্চুরিটি এসেছিল। ভারতের মাটিতে চলমান আসরে বাংলাদেশের হয়ে আবারও প্রথম শতকের দেখা পেলেন অভিজ্ঞ এই টাইগার ব্যাটার।আর বিশ্বকাপে বাংলাদেশের ছয় সেঞ্চুরির তিনটিই এসেছে তার ব্যাটে। অথচ তার বিশ্বকাপ দলেই থাকা নিয়ে ছিল বড় সংশয়!