কলম্বিয়ার সাথে গ্রুপপর্বের নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। এই ড্র অনেকটা হারের সমান ব্রাজিলের জন্য৷ কেননা তাতে গ্রুপ রানারআপ হতে হয় তাদের। এছাড়া এগিয়ে থেকেও ড্র তে বেশ বিপাকেও ব্রাজিল দল। কোয়ার্টার ফাইনালে শক্তিশালী উড়ুগুয়ের বিপক্ষে মাঠে নামতে হবে তাদের৷ তবে এতকিছুর কিছুই হত না, যদি একটা সিদ্ধান্তের গড়মিল না হত।
ঘটনা ম্যাচের ৪২ মিনিটে, ডিবক্সের ভিতর বল পান ব্রাজিলের উইঙ্গার ভিনিসিয়াস। বল পায়ে বেশ কাড়িকুড়িও দেখান ভিনি। এরপর বলে শট নিতে যাবেন, অথবা দিবেন পাস এমন মুহুর্তে তাকে ফেলে দেন কলম্বিয়ার রাইট ব্যাক মুনোজ। এমন মুহুর্তে তাকে ফেলে দেন, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল বল লাগেনি মুনোজের পায়ে, মুনোজ সরাসরি আঘাত করেছেন ভিনির পায়ে। তবে এমন সিদ্ধান্তে পেনাল্টি দেননি মাঠে দায়িত্বরত ভেনিজুয়েলার রেফারি জেসুস ভ্যালেঞ্জুয়ালা।
যদিও এরপর বসে থাকেননি জেসুস, যোগাযোগ করেন ভিডিও এসিসস্ট্যান্ট রেফারির সাথে। আর সেখানের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানো। দীর্ঘ সময় পর্যন্ত ভিগলিয়ানোর সাথে আলাপ করলেও এটিকে পেনাল্টি দেননি এই আর্জেন্টাইন কোচ। ফলে পেনাল্টি বঞ্চিত হয় ব্রাজিল।
তবে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা এবার জানানো হলো কনমেবলের পক্ষ থেকে। কনমেবলের পক্ষ থেকে এই ঘটনার একটা বিবৃতি দেওয়া হয়৷ সেখানে বলা হয় “ ডিবক্সের ভিতরে বল দখলের লড়াইয়ে কলম্বিয়ার ডিফেন্ডার বলে কোন স্পর্শ করেনি। যার ফলে সেখানে এমন এক সংঘর্ষ ছিল যা কোন কারণে যৌক্তিক না। কিন্ত রেফারিরা এমন ঘটনা পর্যবেক্ষণে ব্যার্থ হন এবং খেলা চালিয়ে যান।”
কনমেবলের পক্ষ থেকে আরো বলা হয় “ ভার ডিফেন্ডার যে বলে স্পর্শ করেনি এবং ব্রাজিল উইঙ্গারকে ফেলে দিয়েছে তা শনাক্ত করতে পুরোপুরি ব্যার্থ হয়েছে। যে কারণে ভার ভুলভাবে মাঠের ডিছিশনকে সঠিক বলেছে”
কনমেবলের কথায় স্পষ্ট, মাঠের রেফারির পর এই পেনাল্টি ডিছিশনে ভারের ছিল স্পষ্ট যোগাযোগ। ভার চাইলেই এই সিদ্ধান্তকে পর্যালোচনা করতে পারত। তবে সেখানে ভারে বসা আর্জেন্টাইন রেফারি নেন ভুল সিদ্ধান্ত। যে ভুল এবার প্রমাণিত হলো কনমেবল থেকেই।
অবশ্য তাতে যা ক্ষতি হবার হয়ে গেছে ব্রাজিলের। ম্যাচের ৪২ মিনিটে গোল পেলে ২-০ গোলে এগিয়ে যেত ব্রাজিল। তাতে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। সেখান থেকে কলম্বিয়া ম্যাচে ফিরতে পারত কিনা, সেটা হত আরেক প্রশ্ন। এছাড়া এই দুই গোলের লিড নিয়ে ব্রাজিল জয় পেলে কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পেত তারা। তবে আর্জেন্টাইন রেফারির ভুলেই যেন সব এলেমেলো সেলেসাওদের।