Homeআন্তর্জাতিকসকালে এন্দ্রিকই হবে বাজির ঘোড়া? থাকবেন শুরুর একাদশে?

সকালে এন্দ্রিকই হবে বাজির ঘোড়া? থাকবেন শুরুর একাদশে?

- Advertisement -spot_img

কোপা আমেরিকার আগে তিনটি প্রীতি ম্যাচ খেলেছেন, বদলি নেমে সেই তিন ম্যাচের সবগুলোতেই পেয়েছেন গোল। এর মাঝে দুই ম্যাচে শেষ মুহুর্তে তার গোলটাই গড়েছে ব্যাবধান। মেক্সিকো ও ইংল্যান্ডের সাথে তার করা গোলেই জয় পায় ব্রাজিল। এছাড়া স্পেনের বিপক্ষে করেন সমতাসুচক গোল।

যে কারণে কোপা আমেরিকায় তাকে ঘিরে প্রত্যাশা ছিল আরো বেশি। দলের আরেক স্ট্রাইকার এভানিলসন ইঞ্জুরিতে পড়ায় প্রত্যাশা ছিল আরো যে এন্ড্রিককে নিয়মিত সুযোগ দিবেন কোচ ডরিভাল।তবে শেষ তিন ম্যাচে মোটে ৩৪ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এই স্ট্রাইকার। অথচ এই তিন ম্যাচেই জয়হীন থাকে ব্রাজিল। আক্রমণের ধার বাড়াতে এন্ড্রিককে চাইলে অনেক আগেই নামাতে পারত ব্রাজিল। শেষ মুহুর্তে তাকে নামালেও তখন আসলে তেমন কিছু করার ছিল না তার।

তবে উড়ুগুয়ের বিপক্ষে এবার নিজেকে প্রমাণের সুযোগ পাবেন এন্ড্রিক। আর সেখানে তাড়াতাড়ি বদলি হিসেবে নেমেও নয়, একদম শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। এমনটাই জানানো হয়েছে কিছু গণমাধ্যমের পক্ষ থেকে। এছাড়া অনেকেই নিশ্চিত করেছেন এন্ড্রিক শুরু করবেন ব্রাজিলের হয়ে আগামী ম্যাচে।

সেক্ষেত্রে ডরিভালের দলের ট্রাম্প কার্ড হতে পারেন এই রিয়াল মাদ্রিদ তারকা। উচ্চতা ও বয়স কম হলেও এন্ড্রিকের পজিশনিং সেন্স দারুণ। দলের প্রয়োজনে নিচে নেমে বল নিয়েও আসতে পারেন। ফক্স টু দ্যা বক্সের বাইরে এন্ড্রিকের আছে ড্রিবলিং, গতি সহ নানা স্কিল। পাসিং ও নানা কিছু নিয়ে এন্ড্রিকের সীমাবদ্ধতা থাকলেও নাম্বার নাইন পজিশনের জন্য স্কোয়াডে এন্ড্রিকই সেরা অপশন।

শেষ দুই ম্যাচে এই নাম্বার নাইন পজিশনে খেলেছেন রদ্রিগো, তবে নিজের স্বভাবের বাইরের পজিশনে নিজেকে মেলে ধরতে পারেননি। আগামী ম্যাচে ভিনি না থাকায় রদ্রিগো পেতে পারেন বামদিকে সুযোগ। নিজের লেফট উইঙ পজিশনে দুর্দান্ত রদ্রিগো। সেক্ষেত্রে নাম্বার নাইনে এন্ড্রিক খেললেও রদ্রিগো খেলতে পারবেন তার চিরচেনা পজিশনে।

এছাড়া টেকনিকাল লড়াইয়েও এন্ড্রিক গুরুত্বপূর্ণ। ব্রাজিল দলে সেভাবে নেই প্রেস রেজিস্ট্যান্স খেলোয়াড়। যে কারণে উড়ুগুয়ের মত হাই প্রেস করা দলের বিপক্ষে কুইক কাউন্টার বা লং বল খেলতে হবে তাদের। সেক্ষেত্রে বল নিয়ে আক্রমণে উঠার পর এমন একজনকে দরকার, যে পজিশনিং নিয়ে বল জালে জড়াতে পারবেন। সেখানেও এন্ড্রিকের চেয়ে ভালো কেউ নেই এই মুহুর্তে ব্রাজিল দলে।

সব মিলিয়ে উইঙে দারুণ শক্তিশালী ব্রাজিল দলের শুরুর একাদশে থেকে আগামী ম্যাচের মোড় ঘোরাতে পারেন এন্ড্রিক। এবার দেখা যাক আগামীকাল তাকে নিয়ে কি করেন ডরিভাল জুনিয়ার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here