Homeআইপিএলবিপিএলের অবস্থান আইপিএল ও বিগ ব্যাশের কাতারে, অভিমত পাপনের

বিপিএলের অবস্থান আইপিএল ও বিগ ব্যাশের কাতারে, অভিমত পাপনের

- Advertisement -spot_img

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান, পেয়েছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। সেই সাকিবই কয়েকদিন আগে এক লাইভ অনুষ্ঠানে বলেছিলেন, টি-টোয়েন্টি লিগগুলোর মধ্যে বিপিএলের অবস্থান ৫ বা ৬ নম্বরে। তবে সাকিবের এমন দাবি মেনে নিতে নারাজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) অবিসংবাদিতভাবেই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ বলে মানেন সবাই। টি-টোয়েন্টি ক্রিকেটের বিজ্ঞাপন হিসেবে আইপিএলই রেখেছিল সবচেয়ে বড় ভূমিকা। চোখ ধাঁধানো আয়োজনের কারণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ব্যাপক জনপ্রিয়তা আছে। বিসিবি সভাপতি মনে করেন, আইপিএল ও বিগ ব্যাশের সাথেই বিপিএলের অবস্থান। তিনি বলেন, ‘আমি যতদূর জানি, এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয়, বা এতদিন পর্যন্ত হয়েছে… আইপিএল, বিগ ব্যাশ, আমাদেরটা। এই তিনটার নামই আমি সবসময় শুনে এসেছি। এছাড়া কোথাও কোনো নাম শুনিনি।’

বিপিএলের আগে শুরু হয়েছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএল। বিপিএলের পর চালু হয় পাকিস্তান সুপার লিগ বা পিএসএল। দুটি টুর্নামেন্টই এখন ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয়। তবে পাপনের দাবি, বিপিএলের সর্বশেষ আসর কম জাঁকালো হওয়ায় পিএসএলের মত টুর্নামেন্টের সাথে বিপিএলের তুলনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আপনারা সিপিএল, পিএসএলের কথা বলতে পারেন। পিএসএল তো এবার প্রথম হল না, শুরু হয়েছে আরও আগেই। তখন কিছু বলা হয়নি। এবার আমরা করোনার জন্য অনেক কিছু করিনি, হুলস্থূল করিনি, মানুষদের মাঠে ঢুকতে দেইনি। এজন্য পিএসএলকে বেশি জাঁকজমকপূর্ণ লেগেছে। এটা তো আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা বিপিএল নিয়ে সন্তুষ্ট। এখন পর্যন্ত কাউকে বলতে শুনিনি, আমাদের চেয়ে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের চেয়ে বেশি।’

তাই সাকিব বিপিএলকে ৫-৬ নম্বরে রাখলেও বিশ্বসেরা অলরাউন্ডারের এই দাবির সাথে একমত নন পাপন। তিনি বলেন, ‘প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না! এটা সাকিবের ব্যক্তিগত মতামত।’

 

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here