নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪৫ রান করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, নুরুল হাসান সোহানের দুটো হাফ সেঞ্চুরির পরও বেশি লক্ষ্য দিতে পারেনি। এই অল্প পুঁজি নিয়েই দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ যেভাবে চ্যালেঞ্জ ছুড়েছে তা প্রশংসাযোগ্য।
ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য মাত্র ৮৪ রানের। এমন অবস্থায়ও তাদের স্বস্তিতে থাকতে দেননি খালেদ আহমেদ। নিজের করা ১১ বলের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে রীতিমতো ক্যারিবীয়দের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন বাংলাদেশের এই পেসার। তবে এমন পারফরম্যান্সেও হেড কোচ রাসেল ডমিঙ্গোর মন ভরাতে পারেননি তিনি।
ম্যাচের তৃতীয় দিন শেষে ডমিঙ্গো বলেন, ‘নাহ (আলাদা কিছু দেখিনি খালেদের মাঝে)। সে তিন উইকেট নিয়েছে (দ্বিতীয় ইনিংসে) কিন্তু তার অনেক উন্নতির জায়গা আছে। ধারাবাহিকতার জায়গায় তার উন্নতি করতে হবে।’
‘কিছু সময় সে ভালো বল করে উইকেট পাচ্ছে না আবার কিছু সময় সে ভালো বল না করেও উইকেট পাচ্ছে। এটাই খেলাটার ধরণ। হ্যাঁ দ্বিতীয় ইনিংসে সে ভালো বল করেছে এবং উইকেটও পেয়েছে। কিন্তু তার এখনো অনেক উন্নতি করতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নাই।’