সিপিলে আবারো ব্যাট হাতে জলে উঠলেন সাকিব আল হাসান। টানা দ্বিতীয় ম্যান অফ দ্যা ম্যাচ পেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২৭ বলে আদায় করে নেন সিপিএলে দ্বিতীয় ফিফটি। প্রথম ২ ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন। যদিও বল হাতে সফল ছিলেন।
কিন্তু পুরনো সাকিবকে আমরা পেয়েছি গত দুইটি ম্যাচে। তিনি পারফর্ম করেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার এর মতোই।
প্লে অফ টা আগেই নিশ্চিত ছিলো। কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য এই ম্যাচ জয়ের বিকল্প ছিল না। যেই গায়ানা সাকিবকে ছাড়া একটি ম্যাচই জয় পেয়েছিল।দলে সাকিব আসার পর দলের চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে গেলো।
আজ বার্বাডোস এর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এর জন্য। প্রথমে গায়ানার পেস এটাকের সামনে দাড়াতেই পারে বার্বাডোস ব্যাটসম্যান রা। প্রথম দুই ওভারের মধ্যেই হারায় তিন উইকেট। ব্যাটিং ইনিংস এর ১০ ওভারেই অর্ধেক ব্যাটসম্যানরা সাজঘরে ফিরেন। ১৭.৩ ওভারেই অলআউট কাইল মায়ার্সের শিষ্যরা। বল হাতে সাকিব ছিলেন বরাবরের মতোই কৃপন। ২.৩ ওভার করে ১২ রানের খরচায় নিয়েছেন ১ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার হেমরাজ, আর ফর্মে থাকা শাই হোপ ফিরে যান দ্রুত। ইনিংসের চতুর্থ ওভারে ক্রিজে আসেন সাকিব। ২৭ বলে আদায় করে নেন সিপিএলের দ্বিতীয় ফিফটি। তিন ছক্কায়, আর পঁাচ চারে দুর্দান্ত স্ট্রাইকে রেটে ব্যাটিং করেন সাকিব।পাঁচ উইকেট আর ৩৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় শিমরন হেটমায়াররা।