মীরপুরে অনুশীলনে যেন রীতিমতো তান্ডব চালাচ্ছেন জোফরা আর্চার।
বলের গতীতে ব্যাটসম্যানরা পরাস্থ বারবার!
গতকাল সকালেই বাংলাদেশে এসেছেন ইংলিশরা।
গতকাল টাইগাররা রাত দিনের অনুশীলন করলেও,আজ সকালেই মীরপুর একাডেমি মাঠে মঈন-বাটলার রশিদরা।
দীর্ঘ প্রায় অর্ধ জুগের বেশি সময় পর সিরিজ খেলতে এসে,প্রস্তুতিতে ছাড় দিচ্ছেন না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
আর দলের সবচেয়ে আতঙ্ক ছড়াণো দুই পেসার হতে যাচ্ছেন,স্যাম কারন আর জোফরা আর্চার।
বিশ্বকাপের অন্যতম নায়ক জোফরা, দীর্ঘদিন যাবৎ ছিলেন ইঞ্জুরিতে,ওডিয়াই বিশ্বকাপ জেতার পর খুব একটা নিয়মিত হতে পারেননি খেলার মাঠে।তবে তার প্রত্যাবর্তনের সময় হলেও,রিতীমত গতিতে ঝড় তুলছেন তিনি,স্বদেশী ব্যাটারদেরই আর্চারকে সামলাতে নিয়মিত বেগ পেতে হচ্ছে।
ইংলিশদের বলে ব্যাটে অন্যতম বড় ভরসার নাম মঈন আলী! যিনি কিনা শুধু বাংলাদেশের সাথে খেলার জন্য,পিএসএলকেও না বলেছেন।কদিন আগেই কুমিল্লার জার্সিতে বিপিএল চ্যাম্পিয়ন হওয়া মঈন আলীর অবশ্য কন্ডিশন কিছুটা বেশিই পরিচিত।
তবুও নেট অনুশীলনে ছাড় দিচ্ছেন না এই ইংলিশ অলরাউন্ডারও!
দলটির হয়ে স্পীনে সবচেয়ে বড় আতঙ্কের নাম আদিল রশিদ
বলের পাশাপাশি ব্যাটিং অনুশীলনও সেড়ে নিয়েছেন এই স্পীনার।
ইংলিশদের নায়ক জস বাটলার থেকে শুরু করে আর্চাররা সবাই ব্যাস্ত,টাইগারদের মাঠে টাইগারদের হারানোর অনুশীলনে।
সর্বশেষ এই দলটির বিপক্ষেই ঘরের মাঠে ওডিয়াই হেরেছিলো বাংলাদেশ।
এবার অবশ্য পালা বদলের পালা সাকিব মুশিদের…