আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।মূলত সামনে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের এই প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।অ্যাশেজের শেষ ম্যাচে চোট পাওয়া অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্সকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়েছে।
কামিন্স প্রসঙ্গে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন,প্যাট কামিন্স দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবে।বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এটা তাকে সাহায্য করবে।
তবে ১৮ সালের এই প্রাথমিক দলে জায়গা হয়নি ইনফর্ম ব্যটার মার্কাস লাবুশানের।
দক্ষিণ আফ্রিকা শিবি ও বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রাথমিক দল :
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভির সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা সিরিজ ও বিশ্বকাপের এই প্রাথমিক স্কোয়াড নিয়ে ভারত সফর করবে অস্ট্রেলিয়া।
আগামী ২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া,যাতে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক করা হয়েছে মিশেল মার্শকে।