ফিফা নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ নেদারল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্পেন এবং অপর ম্যাচে জাপানের মোকাবেলা করেছিল সুইডেন।নেদারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় স্পেন।অপরদিকে সুইডেন এর কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপান।শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়ন ইউএসএকে হারিয়ে আসা সুইডেন টানা দ্বিতীয়বারের মতো পৌঁছালো সেমিফাইনালে।
নিউজিল্যান্ডের ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামে স্পেন ও নেদারল্যান্ড।মাঠের খেলায় বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে থাকলেও গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৮০ মিনিট পর্যন্ত।ম্যাচের ৮১তম মিনিটে পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন মারিওনা কালদেন্তে। গোল হজম করার পর তা পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে নেদারল্যান্ড।শেষ দশ মিনিটে স্পেনের গোল মুখে মোহর্মোহ আক্রমণ করে ডাচরা।শেষ পর্যন্ত ৯০ মিনিট পর যোগ করার সময়ের প্রথম মিনিটে নেদারল্যান্ডকে সমতায় ফেরান ফনডার গ্রাট।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।সেখানে ও দুই দলের লড়াই চড়ে সমান সমান।১০৫ মিনিট স্পেনের হারমোসোর হেড দারুন ভাবে রুখে দেন নেদারল্যান্ডের গোলরক্ষক ফন ডমসেলার। তা ঠিক ২ মিনিট পর ডাচ খেলোয়াড় বিরেনস্টেনের শর্ট অল্পের জন্য পোষ্টের বাইরে দিয়ে গেলে গোলবঞ্চিত হয় নেদারল্যান্ড।
তবে ম্যাচের ১১২ তম মিনিটে জয়সূচক গোলটি করেন বিশ্বকাপে স্পেনের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় পারালুয়েলা।১৯ বছর বয়সী ফরওয়ার্ডের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শর্ট নেদারল্যান্ডের জাল খুঁজে নেয়।আর তাতেই শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে স্পেন।
অপরদিকে অকল্যান্ডের ইডেন পার্কে সেমিফাইনালে ওঠার লড়াই মুখোমুখি হয় জাপান ও সুইডেন।ম্যাচের শুরুর ৪৫ মিনিট কোনোভাবেই সুবিধা করতে পারেনি জাপান।ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোল করে সুইডেন কে এগিয়ে দেন অ্যমান্ডা ইলেস্টেড।পক্ষান্তরে প্রথমার্ধে সুইডেনের গোল মুখে একটিও শর্ট নিতে পারেনি জাপান।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া সুইডেন দ্বিতীয়ার্ধের শুরুতেই পেয়ে যায় পেনাল্টি।স্পট কিক থেকে ব্যবধান ২-০ করেন ফিলিপা অ্যান্জেনডাল।ম্যাচের ৭৬তম মিনিটে পেনাল্টি পায় জাপানও।তবে রিকো উইকির নেওয়া জোরালো শর্ট ক্রসবারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় জাপান।৮৭তম মিনিটে জাপান একটি গোল পরিশোধ করলেও পরবর্তীতে আর সমতায় ফেরা হয়নি।শেষ পর্যন্ত ২-১ গোলের পরাজয় নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জাপান।অন্যদিকে টানা দ্বিতীয় ও মোট পঞ্চমবারের মতো সেমিফাইনালে উঠলো নয়বার বিশ্বকাপ খেলা সুইডেন।